‘বাংলার ভোটে প্রার্থী দেবে AIMIM’, এই প্রথম সাফ কথা ‘মিম’-প্রধান সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি’র

“পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে AIMIM প্রার্থী দেবে৷” এই প্রথম AIMIM-সুপ্রিমো সাংসদ
আসাদউদ্দিন ওয়েইসি স্পষ্টভাবে জানালেন এ কথা৷

বিহারে RJD-কে সমর্থনের প্রশ্নে সরাসরি কোনও উত্তর না দিয়ে AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি মঙ্গলবার রাতে বলেছেন, “এখনও গণনা চলছে এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। ফলাফল প্রকাশ হলে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো। আমি এখন কোনও অনুমান করতে যাবো না৷ ফলপ্রকাশের পর AIMIM সিদ্ধান্ত নেবে”৷

বিহারের গণনার প্রবনতা বলছে, ওই রাজ্যের বিধানসভা নির্বাচনে ৫টি মুসলিম অধ্যুষিত আসনে জয়লাভ করতে চলেছে AIMIM, ওয়াইসি ওই সংগঠনের সভাপতি৷
এই ওয়াইসির নেতৃত্বাধীন AIMIM বিহারে ‘গ্র্যান্ড ডেমোক্রেটিক সেকুলার ফ্রন্টে’র শরিক ছিল৷ অন্য শরিকদের মধ্যে রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক সমতা পার্টি এবং বহুজন সমাজ পার্টি।

ওয়াইসিকে প্রশ্ন করা হয়, তার দল বিহারে বিজেপি- বিরোধী ভোট ভাগ করেছে৷ এই অভিযোগের উত্তরে ওয়াইসি বলেন, তিনি একটি রাজনৈতিক দল পরিচালনা করেন এবং সেই দলের নির্বাচনে প্রার্থী দেওয়ার অধিকার আছে। যে প্রশ্ন তোলা হচ্ছে, তার অর্থ, আমাদের নির্বাচনে লড়াই করা উচিত নয়। মহারাষ্ট্রে তো কংগ্রেস গিয়ে শিবসেনার কোলে বসে আছে। সে ব্যাপারে প্রশ্ন উঠছে না কেন ?” ঠিক এর পরই তিনি জানান, “আমার দল পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লড়াই করবে এবং দেশের প্রতিটি নির্বাচনে লড়াই করবে। আমি কি নির্বাচনে লড়াই করার জন্য কারো কাছে অনুমতি চাইতে যাবো নাকি ?” ওয়াইসি বলেছেন, “২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কোন দলের সঙ্গে জোট করবো, তা সময়ই বলবে।” এর পরই স্পষ্ট ভাষায় তিনি জানান,
AIMIM পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্যের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আরও পড়ুন- চূড়ান্ত ফলাফল ঘোষণার পর মহাজোটের প্রতি সমর্থন বাড়ানোর আহ্বান জানানো হবে: ওয়াইসি

Previous articleচূড়ান্ত ফলাফল ঘোষণার পর মহাজোটের প্রতি সমর্থন বাড়ানোর আহ্বান জানানো হবে: ওয়াইসি
Next articleফের শোচনীয় ব্যর্থ কংগ্রেস, তেজস্বীকে ডুবিয়েছে সোনিয়া- রাহুলের দল