নিউ নর্মালে সড়গড় হয়েই অস্ট্রেলিয়া সফরে রওনা হল কোহলি বিগ্রেড। সবাই পরেছিলেন
কালো সেফটি কিট। সেই পোশাকেই দুবাই ছাড়ল টিম ইন্ডিয়া।
আইপিএল শেষ হয়ে গিয়েছে । ভারতীয় ক্রিকেটাররা ফের জাতীয় দলের ছত্রছায়ায় আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফিরলেন ।
বুধবার ভারতীয় দল দুবাই থেকেই রওনা দিল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে।
বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় কোহলিদের অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্যে যাত্রা করার খবর জানিয়েছে সমর্থকদের। দুবাই থেকে অস্ট্রেলিয়ার বিমান ধরার আগে কালো সেফটি কিটে কোহলিদের ছবি নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

#TeamIndia is BACK!
Let’s embrace the new normal 💪#AUSvIND pic.twitter.com/csrQ3aVv21
— BCCI (@BCCI) November 11, 2020
ওয়ান ডে, টি-২০ ও টেস্ট স্কোয়াডের সমস্ত ক্রিকেটার একসঙ্গে অস্ট্রেলিয়া রওনা হন। ওদেশে পৌঁছে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে ভারতীয় দলকে।
সফরসূচি অনুযায়ী ২৭ নভেম্বর থেকে সিডনিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ।২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর সিরিজের বাকি দু’টি ওয়ান ডে খেলা হবে যথাক্রমে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও ক্যানবেরার মানুকা ওভালে।
৪ ডিসেম্বর প্রথম টি-২০ খেলা হবে ক্যানবেরা। ৬ ও ৮ ডিসেম্বর পরে দু’টি টি-২০ খেলা হবে সিডনিতে। ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত অ্যাডিলেড ওভালে খেলা হবে ণপ্রথম টেস্ট। সিরিজের প্রথম টেস্ট খেলা হবে গোলাপি বলে কৃত্রিম আলোয়।
