বীরভূম-বিস্ফোরণ তদন্তে এনআইএ, ঘটনাস্থল পরিদর্শন

বীরভূমে এনআইএ হানা। ২০১৯ সালের সেপ্টেম্বরে বীরভূমের লোকপুর থানা এলাকায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে এনআইএ আধিকারিকরা বুধবার ঘটনাস্থলে পৌঁছন। বেআইনি বিস্ফোরক মজুত থেকেই বিস্ফোরক, এমনটাই অভিযোগ।

প্রায় এক বছর আগের ঘটনা। ২০১৯ সালের সেপ্টেম্বরেই বীরভূমের লোকপুর থানা এলাকা বিস্ফোরণে কেঁপে ওঠে। এই ঘটনার প্রাথমিক তদন্তের দায়িত্ব যায় স্থানীয় পুলিশের হাতে। এরপর ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। এরপর প্রায় এক বছরের মাথায় এই ঘটনার তদন্তভার চলে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তিন থেকে চারজনের একটি দল আজ ঘটনাস্থলে তদন্তের জন্য যায়। যাঁদের নামে এফআইআর, তাঁদের বাড়িতেও যান কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। যদিও এই বিষয় নিয়ে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

আরও পড়ুন- সফল সৌমিত্র চট্টোপাধ্যায়ের ট্রাকিওস্টোমি, ভেন্টিলেশন সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

Previous articleসফল সৌমিত্র চট্টোপাধ্যায়ের ট্রাকিওস্টোমি, ভেন্টিলেশন সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা
Next articleকালো সেফটি কিট পরেই অস্ট্রেলিয়া রওনা হল টিম ইন্ডিয়া