Sunday, November 9, 2025

বিহার থেকে শিক্ষা, বিধানসভা নির্বাচনে একা লড়াই ঘোষণা অখিলেশের

Date:

Share post:

কংগ্রেস সঙ্গ যে খুব একটা সুখকর নয় বিহার নির্বাচনের ফল প্রকাশের পর তা ইতিমধ্যেই বুঝে গিয়েছে আঞ্চলিক দলগুলি। ফলস্বরূপ আগেভাগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির অধ্যক্ষ অখিলেশ যাদব। জানিয়ে দিলেন ২০২২ বিধানসভা নির্বাচনে একা লড়াই করবে সমাজবাদী পার্টি। কোনওভাবেই কংগ্রেস কিংবা বহুজন সমাজবাদী পার্টি (বসপা)র সঙ্গে জোটে যাবে না তারা।

অবশ্য জোট শিক্ষা অনেক আগেই হয়ে গিয়েছে সমাজবাদী পার্টির। ২০১৭ সালের বিধানসভা নির্বাচন কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করলেও বিশেষ লাভ হয়নি ‘সপা’র। জোটকে ছুড়ে ফেলে উত্তরপ্রদেশে দুর্দান্ত ফল করেছিল বিজেপি। ক্ষমতায় বসেন যোগী আদিত্যনাথ। ২০১৯ লোকসভা নির্বাচনেও মায়াবতীর বহু জন সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে লড়াইয়ে নামে সপা। সেখানেও মুখ থুবড়ে পড়তে হয় তাদের। এদিকে চোখের সামনে বিহার নির্বাচনের ফলাফল বেশ স্পষ্ট বিরোধীদের কাছে। রাজনৈতিক মহলের অনুমান কংগ্রেসের সঙ্গে আরজেডি জোট না করলে হয়তো অন্যরকম ফল হতে পারত বিহারে। এতকিছু দেখার পর জোটে আর ভরসা পারছেন না অখিলেশ যাদব। যার জেরে এবার নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি।

আরও পড়ুন:নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কর্তৃত্ব নয়, দিল্লির প্রস্তাব খারিজ নবান্নের

সংবাদমাধ্যমের কাছে শনিবার অখিলেশ যাদব স্পষ্ট করে জানিয়ে দেন, ২০২২ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে কোনও বড় দলের সঙ্গে জোট বেঁধে লড়াই করবে না সমাজবাদী পার্টি। তবে বড় দলের সঙ্গ না ধরলেও ছোট ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে তিনি লড়াই করবেন বলে জানিয়েছেন। অখিলেশের এই ঘটনায় রাজনৈতিক মহলের বক্তব্য, উত্তরপ্রদেশ সর্বদাই বিজেপির শক্ত ঘাঁটি। সেখানে বিরোধী দল হিসেবে অখিলেশের লড়াই এমনিতেই বেশ কঠিন। এদিকে বিহারের ফলাফল দেখে এটা বেশ স্পষ্ট, কংগ্রেস কিংবা বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে জোট বাঁধলে কঠিন লড়াইটা আরো দুর্বোধ্য হয়ে উঠতে পারে সপার জন্য।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...