Thursday, August 28, 2025

চোখের জলে শহিদ সুবোধ ঘোষকে বিদায় জানাল তেহট্ট

Date:

Share post:

রবিবার রঘুনাথপুরের বাড়িতে পৌঁছলো কাশ্মীরের শহিদ জওয়ান সুবোধ ঘোষের কফিনবন্দি দেহ। এদিন রাত ১১টার পরে নদীয়ার তেহট্টর বাড়িতে পৌঁছয় সেনা ট্রাক। ট্রাক গ্রামে ঢোকার পরে তাকে ঘিরে ধরে কয়েকশো মানুষ। তরতাজা প্রাণের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না রঘুনাথপুরের বাসিন্দারা।

রবিবার সকাল থেকেই সংশ্লিষ্ট অঞ্চলে প্রস্তুতি ছিল। এদিন গ্রামের মানুষ সহ প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছিলেন। দেহ বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়ে সুবোধের পরিবার। শহিদ সেনার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি স্কুলের মাঠে নিয়ে যাওয়া হয় কফিনবন্দি দেহ। তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয় সেখানেই।

রবিবার চন্ডিগড় থেকে বিশেষ বিমানে পানাগড়ে পৌঁছয় সুবোধ ঘোষের কফিনবন্দি দেহ। পানাগড়ে শহিদের মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান সেনাবাহিনীর এবং বায়ুসেনার অফিসাররা। এরপর সেখান থেকে সড়কপথে দেহ নিয়ে যাওয়া হয় নদিয়ায় তাঁর নিজের বাড়িতে। শ্রদ্ধা জানানোর জন্য রঘুনাথপুরে স্কুলের মাঠে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান সাংসদ মহুয়া মৈত্র সহ স্থানীয়রা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ সুবোধ ঘোষকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

প্রসঙ্গত, ২০১৭ সালে ২৮ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন সুবোধ ঘোষ। ভারতীয় সেনার ৫৯ নম্বর মেড রেজিমেন্টের জওয়ান ছিলেন তিনি। গত বছর নভেম্বর মাসে বিয়ে করেন তিনি। চলতি অগাস্টে কন্যা সন্তানের জন্ম হয়। ঠিক ছিল, মেয়ের অন্নপ্রাশন দেওয়ার জন্য ডিসেম্বরে বাড়ি ফিরবে ন। কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণ হলো না।

আরও পড়ুন:বিদায় নিলেন বাংলা সিনেমার আভিজাত্য, শোকস্তব্ধ টলিপাড়া

spot_img

Related articles

বাংলায় SIR নয়, প্রয়োজনে দিল্লিতে আন্দোলন ছাত্র যুবদের: আতাউল হক

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP foundation day) ঐতিহাসিক ছাত্র সমাবেশে ছাত্রনেতা আতাউল হক বলেন, শুধু কলেজ গেটে...

কোনওদিন কোনও অশুভ শক্তি আমাদের আটকাতে পারেনি: কেন্দ্রকে নিশানা জয়ার

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে চলছে বিশেষ সমাবেশ। শুরুতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বক্তব্য...

‘বাপ কা বেটা’, আর্যবীরের ব্যাটিং তাণ্ডবে পিতা সেহবাগের ছায়া

কথায় আছে বাপ কা বেটা। এই কথাটা যেন বাস্তবে পরিণত করছেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) পুত্র আর্যবীর (Aaryavir...

রাজ্যসঙ্গীতে শুরু TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, বাংলার হেনস্থার প্রতিবাদে সরব ছাত্র পরিষদ 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে বাংলার জয়গান। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমাবেশে রাজ্য সঙ্গীত...