Saturday, January 31, 2026

একটু পরেই শপথ নীতীশের, থাকছেন শাহ, নাড্ডা

Date:

Share post:

আর একটু পরেই চতুর্থবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতীশ কুমার। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বিহার বিধানসভায় প্রাপ্ত আসনসংখ্যার নিরিখে বিজেপির চেয়ে জেডিইউ অনেকটা পিছিয়ে থাকলেও নীতীশের মুখ্যমন্ত্রী হওয়া আটকাচ্ছে না। ভোটের আগে তাঁকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে নির্বাচনে নেমেছিল এনডিএ। তবে নীতীশকে মুখ্যমন্ত্রী করলেও তাঁর উপর চাপ রাখতে চারবারের বিধায়ক তারকিশোর প্রসাদ ও তিনবারের বিধায়ক রেণু দেবীকে বিহারের উপমুখ্যমন্ত্রী করছে বিজেপি। বিধানসভার স্পিকার পদটিও যাচ্ছে বিজেপির দখলে। বিজেপি বিধায়ক নন্দকিশোর যাদব সম্ভবত নতুন স্পিকার হচ্ছেন। এদিকে ভোটে জেডিইউ তৃতীয় স্থানে থাকা সত্ত্বেও নীতীশ মুখ্যমন্ত্রী হওয়ায় ক্ষোভ জানিয়ে শপথ অনুষ্ঠান বয়কট করছে প্রধান বিরোধী দল আরজেডি।

আরও পড়ুন:ভোটের সময় সিমলায় পিকনিক করছিলেন রাহুল, গুরুতর অভিযোগ আরজেডি নেতার

২৪৩ আসনের বিহার বিধানসভায় মূলত নীতীশের নিজের দলের খারাপ পারফরম্যান্সের জন্যই নামমাত্র ব্যবধানে এবার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ। বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। এনডিএ পেয়েছে ১২৫। এরমধ্যে বিজেপি ৭৪ ও জেডিইউ ৪৩। এনডিএর বাকি দুই ছোট দল জিতনরাম মাঝির এইচএএম ও মুকেশ সাহানির ভিআইপি মিলে আরও আটটি আসন পেয়েছে। অন্যদিকে, সংখ্যাগরিষ্ঠতা থেকে সামান্য দূরে ১১০ টি আসন পেয়েছে আরজেডি, বাম, কংগ্রেসের মহাজোট। বিহারে নীতীশের প্রধান প্রতিদ্বন্দ্বী আরজেডি একাই পেয়েছে ৭৫ টি আসন। তেজস্বী যাদবের নেতৃত্বে রাজ্যের একক বৃহত্তম দল এখন আরজেডি। এই প্রেক্ষাপটে ‘বিগ ব্রাদার’ বিজেপির দাপট হজম করে নীতীশ কুমারের সামনে মুখ্যমন্ত্রীর পদ সামলানো আসলে কাঁটার মুকুট পরার সমান হতে চলেছে বলে অনুমান পর্যবেক্ষকদের।

spot_img

Related articles

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...