Monday, August 25, 2025

‘বহিরাগত’ ইস্যুতে দিলীপ এবার দুই প্রাক্তন সাংসদকে টেনে আনলেন

Date:

Share post:

‘বহিরাগত’ ইস্যুতে এবার তৃণমূলের দুই প্রাক্তন সাংসদকে কাঠগড়ায় তুললেন দিলীপ ঘোষ। শুক্রবার প্রশান্ত কিশোরের বিরুদ্ধে প্রশ্ন তোলার পর শনিবার রাজ্য বিজেপি সভাপতির টার্গেট কেডি সিং ও হাসান ইমরান। পাল্টা তৃণমূল কংগ্রেস বলেছে, বিজেপির পঞ্চপাণ্ডব যে বহিরাগত, সেটা নিজেরাই প্রমাণ করছে রাজ্য বিজেপি। কারণ, এখন ‘ভুয়ো বহিরাগত চিহ্নিতকরণের তাগিদ দেখেই তা পরিষ্কার হয়ে যাচ্ছে।

শনিবার এক সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের প্রাক্তন সাংসদ কেডি সিং এবং হাসান ইমরান দুজনেই অন্য রাজ্য থেকে এসেছিলেন। তাহলে তাঁদের কীভাবে সংসদ করে পাঠাল তৃণমূল? একইসঙ্গে দিলীপ বলেন, নরেন্দ্র মোদি, অমিত শাহরা যখন অন্যান্য রাজ্যে ভোট প্রচারে যান, তখন সেখানে তাঁদের বহিরাগত তকমা দেওয়া হয় না। অথচ বাংলায় এলেই তাঁরা বহিরাগত হয়ে যান। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল দলের অভ্যন্তরেই বহিরাগতকে ঘিরে অভিযোগ তৈরি হয়েছে। সেই কারণেই তারা এইসব তত্ত্ব সাজাচ্ছে।

আরও পড়ুন:শুভেন্দুর সমর্থনে পোস্টার এবার শ‍্যামবাজারে, তৃণমূল বলছে “বড় ছক”

বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে রাজ্যে নাশকতা চালাচ্ছে। তারা এখানে খাগড়াগড় বিস্ফোরণ ঘটিয়েছিল। আর মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় সেই ধরণের বিস্ফোরণই ঘটেছে। এ ঘটনায় তদন্তের দাবি জানান তিনি।

দিলীপের দাবি, বাংলায় বিজেপির উপরে আস্থা রাখছে সব সম্প্রদায়ের মানুষ। এমনকী দলিতরাও বিজেপির পাশে দাঁড়াচ্ছেন, দাবি রাজ্য সভাপতির।

শুভেন্দু অধিকারীর নামে কলকাতার দুটি জায়গায় এদিন পোস্টার দেখা গিয়েছে। তার মধ্যে শ্যামবাজারে শুভেন্দু অধিকারীর পোস্টারের দুদিকে দিলীপ ঘোষের পোস্টারও চোখে পড়েছে। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতির কটাক্ষ, শুভেন্দু অধিকারীকে বিজেপির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

রাজ্যে করোনা পরীক্ষার কম হচ্ছে বলে সংক্রমণ সংখ্যা কম থাকছে বলে অভিযোগ দিলীপের।

spot_img

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...