তৃণমূল ভবনে “বিক্ষোভ”: কাকলি বললেন গণতন্ত্র, কটাক্ষ দিলীপের

আজ, শনিবার তৃণমূল ভবনের সামনে জড়ো হয়েছিলেন কয়েকশো দলীয় সমর্থক। তাঁদের প্রত্যেকের গলায় ঝোলানো ছিল ফেস্টুন। হাতে ছিল দলীয় ঘাসফুল প্রতীক। ফেস্টুনে যেখানে লেখা, “জননেত্রীর কাছে একটি বিশেষ বার্তা পৌঁছনোর আর্জি নিয়ে আজ আমরা সমবেত। তৃণমূল কংগ্রেস পরিবার।”

যদিও সেভাবে কোনওরকম বিক্ষোভ তাঁরা প্রদর্শন করেননি। কিন্তু তাঁরা যে দলের একটা অংশের উপর ক্ষুব্ধ, সেটা স্পষ্ট। ঠিক কী কারণে তাঁরা জড়ো হয়েছিলেন, তাঁদের দাবি কী? এ বিষয়ে অবশ্য কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। শুধু জানিয়েছেন, তাঁরা শীর্ষ নেতৃত্বের সঙ্গেই কথা বলতে চান। যা বলার শীর্ষ নেতৃত্বকেই বলবেন তাঁরা।

আরও পড়ুন:শুভেন্দুর সমর্থনে পোস্টার এবার শ‍্যামবাজারে, তৃণমূল বলছে “বড় ছক”

এ বিষয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “তৃণমূল একটি বড় পরিবার। তৃণমূল একটি গণতান্ত্রিক দল। এখানে সকলের কথা বলার অধিকার আছে। তৃণমূলের নেতা-নেত্রী থেকে শুরু করে নিচুতলার কর্মীরাও যখন ইচ্ছা তৃণমূল ভবনে আসতেই পারেন। এর মধ্যে কোনও বিতর্ক নেই।”

অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমাদের দলে অনেকেই আসতে চাইছেন। তৃণমূল তাঁদের সুরক্ষা দিতে পারছেন না। আজও তৃণমূল ভবনে বিক্ষোভ হচ্ছে।”

Previous article‘বহিরাগত’ ইস্যুতে দিলীপ এবার দুই প্রাক্তন সাংসদকে টেনে আনলেন
Next articleশিক্ষায় রবীন্দ্রনাথ, সাহসিকতায় নেতাজি, প্রশাসনে মমতা: বিজেপিকে আক্রমণ কাকলির