Thursday, August 21, 2025

শাহ-শ্রীনিবাসনের অঙ্গুলিহেলনেই চলছে ভারতীয় ক্রিকেট, বিস্ফোরক অভিযোগ রামচন্দ্র গুহর

Date:

Share post:

শ্রীনিবাসন আর অমিত শাহ ভারতীয় ক্রিকেট বোর্ড পরিচালনা করছেন। বর্তমানে ভারতীয় ক্রিকেটে স্বজনপোষণ চলছে। রঞ্জি ট্রফি খেলা ক্রিকেটররা ঠিক সময়ে পারিশ্রমিক পাচ্ছেন না। নতুন বই ‘দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট: আ লাইফলং লাভ অ্যাফেয়ার উইথ দ্য মোস্ট সাটল অ্যান্ড সফিস্টিকেটেড গেম নোন টু হিউম্যানকাইন্ড’–তে লিখলেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও আক্রমণ করেছেন কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস–এর প্রাক্তন সদস্য।
বিসিসিআই–এর প্রশাসনিক কাজকর্মে স্বচ্ছতা আনতে ২০১৭ সালের জানুয়ারিতে চার সদস্যের প্রশাসক কমিটি গঠন করে শীর্ষ আদালত। সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন রামচন্দ্র। তবে পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়ান। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‌এখন ভারতীয় ক্রিকেট পরিচালনা করছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বোর্ডগুলি পরিচালনা করছেন কারওর মেয়ে বা কারওর ছেলে। বোর্ডে ষড়যন্ত্র ও স্বজনপোষণ চলছে। রঞ্জি ট্রফির খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে অনেক দেরি হচ্ছে। বোর্ডে যে সংস্কার হবে বলে আশা করা হয়েছিল, সেটা হয়নি।’
সৌরভকে আক্রমণ করে রামচন্দ্র বলেছেন, ‘সৌরভ বোর্ডের প্রধান হয়েও ক্রিকেট ফ্যান্টাসি গেমের প্রচার করছেন। ভারতীয় ক্রিকেটারদের অর্থের লোভ সাংঘাতিক। বইয়ে লেখা সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল, বিষেণ সিংহ বেদী বলেছিলেন, তিনি আফগানিস্তানের ক্রিকেটারদের কোচিং করানোর জন্য কাবুলে যেতেও তৈরি। ক্রিকেটের জন্য যে কোনও জায়গায় যেতে পারেন। কিন্তু অর্থের জন্য কোথাও যাবেন না।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...