Wednesday, November 5, 2025

দলের বিরুদ্ধেই কি এবার আদালতে যাবেন হরিপালের শম্পা!

Date:

Share post:

বাড়িতে গাড়ি। কিন্তু বাড়ির সামনে ১০০ দিনের প্রকল্পের গাছ। ফলে গাড়ি কাজে লাগাতে পারছেন না হরিপাল থেকে নির্বাচিত তৃণমূল জেলা পরিষদ সদস্যা শম্পা দাস। বিষয়টি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে এবার আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন তিনি। বিচার চেয়ে দলের জেলা ও রাজ্য নেতৃত্বের কাছে ফের এক বার দরবার করবেন বলে জানিয়েছিলেন তৃণমূল জেলা পরিষদ সদস্যা শম্পা। জেলা পরিষদের বৈঠকেও যাবেন। তবে, বিচার না পেলে আদালতে যাবেন বলেও ঠিক করেছেন।

হরিপালের আশুতোষ পঞ্চায়েতের প্রভাবশালী এক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন শম্পা দাস। জেলা ও রাজ্য নেতাদের কাছে নালিশও জানিয়েছিলেন তিনি। এরপর পঞ্চায়েতের তরফে শম্পার বাড়ির গেটের সামনে একশো দিনের কাজের প্রকল্পে কয়েকটি গাছ বসিয়ে দেওয়া হয়। সেই প্রভাবশালী নেতার নির্দেশেই এই কাজ করা হয় বলে অভিযোগ শম্পা দাসের। গেটের সামনে গাছ বসানোয় ছ’মাস ধরে তিনি গাড়ি বার করতে পারছেন না।

বাড়িতে গাড়ি রয়েছে। কিন্তু তা বার করতে পারিনি। ফলে লকডাউন পরিস্থিতিতে তাঁর মেয়ে প্রবেশাধিকা পরীক্ষায় বসাতে পারেনি বলে অভিযোগ। উচ্চ মাধ্যমিক পাশ করে এবার শম্পার কন্যা কলেজে যাবেন। কিন্তু গাড়ির বের করা যাচ্ছে না। তাই দলকে সমস্যার সমাধানে অনুরোধ করবেন তিনি। কিন্তু তাতে কাজ না হলে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন শম্পা।

হুগলির তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, হরিপালের ওই জেলা পরিষদ সদস্যার সমস্যাটি তিনি জানেন। দলকে তিনি ফের জানালে বিষয়টি নিয়ে কোর কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। তবে দলের বিরুদ্ধে কেউ আদালতের দ্বারস্থ হয় এটা চান না তিনি।

আরও পড়ুন-দিলীপের সঙ্গে কথা হতেই অভিমান গলে জল বৈশাখী-শোভনের!

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...