Friday, December 19, 2025

দলের বিরুদ্ধেই কি এবার আদালতে যাবেন হরিপালের শম্পা!

Date:

Share post:

বাড়িতে গাড়ি। কিন্তু বাড়ির সামনে ১০০ দিনের প্রকল্পের গাছ। ফলে গাড়ি কাজে লাগাতে পারছেন না হরিপাল থেকে নির্বাচিত তৃণমূল জেলা পরিষদ সদস্যা শম্পা দাস। বিষয়টি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে এবার আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন তিনি। বিচার চেয়ে দলের জেলা ও রাজ্য নেতৃত্বের কাছে ফের এক বার দরবার করবেন বলে জানিয়েছিলেন তৃণমূল জেলা পরিষদ সদস্যা শম্পা। জেলা পরিষদের বৈঠকেও যাবেন। তবে, বিচার না পেলে আদালতে যাবেন বলেও ঠিক করেছেন।

হরিপালের আশুতোষ পঞ্চায়েতের প্রভাবশালী এক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন শম্পা দাস। জেলা ও রাজ্য নেতাদের কাছে নালিশও জানিয়েছিলেন তিনি। এরপর পঞ্চায়েতের তরফে শম্পার বাড়ির গেটের সামনে একশো দিনের কাজের প্রকল্পে কয়েকটি গাছ বসিয়ে দেওয়া হয়। সেই প্রভাবশালী নেতার নির্দেশেই এই কাজ করা হয় বলে অভিযোগ শম্পা দাসের। গেটের সামনে গাছ বসানোয় ছ’মাস ধরে তিনি গাড়ি বার করতে পারছেন না।

বাড়িতে গাড়ি রয়েছে। কিন্তু তা বার করতে পারিনি। ফলে লকডাউন পরিস্থিতিতে তাঁর মেয়ে প্রবেশাধিকা পরীক্ষায় বসাতে পারেনি বলে অভিযোগ। উচ্চ মাধ্যমিক পাশ করে এবার শম্পার কন্যা কলেজে যাবেন। কিন্তু গাড়ির বের করা যাচ্ছে না। তাই দলকে সমস্যার সমাধানে অনুরোধ করবেন তিনি। কিন্তু তাতে কাজ না হলে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন শম্পা।

হুগলির তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, হরিপালের ওই জেলা পরিষদ সদস্যার সমস্যাটি তিনি জানেন। দলকে তিনি ফের জানালে বিষয়টি নিয়ে কোর কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। তবে দলের বিরুদ্ধে কেউ আদালতের দ্বারস্থ হয় এটা চান না তিনি।

আরও পড়ুন-দিলীপের সঙ্গে কথা হতেই অভিমান গলে জল বৈশাখী-শোভনের!

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...