Wednesday, December 3, 2025

বাংলা থেকে মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে লকেট, লড়ছেন নিশীথও

Date:

Share post:

ডিসেম্বরেই সম্ভবত মোদি মন্ত্রিসভার সম্প্রসারণ। আর সেই পথ ধরে মন্ত্রী হওয়ার প্রবল সম্ভাবনা লকেট চট্টোপাধ্যায়ের। শুধু তাই নয় উপ-মুখ্যমন্ত্রিত্ব থেকে নাম কাটা যাওয়া সুশীল মোদির হয়ে যেতে পারেন রাজ্যপাল। এবং এই মানচিত্রের কোথাও নেই মুকুল রায়।

বিহার ভোট, উপনির্বাচন, রাজ্যসভার ভোট শেষ। এবার যে রাজ্যগুলিতে ভোট রয়েছে, সেগুলির দিকে তাকানো শুরু কেন্দ্রের। ফলে তালিকায় সময় স্বাভাবিকভাবে চলে এসেছে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম। এবং বাংলার চোখ নিশ্চিতভাবেই গেরুয়া ব্রিগেডের দিকে। দলীয় পদ পাওয়ায় মুকুল রায় আপাতত এই দৌড়ে নেই। তাছাড়া মুকুলের বিরুদ্ধে একের পর এক যেভাবে নানা অভিযোগ উঠছে, তাতে তাকে সরকারে আনার প্রশ্নে মোদি-শাহ দুজনেই নারাজ। ফলে নাম এসেছে লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং নিশীথ প্রামাণিকের নাম রয়েছে। কিন্তু এই দৌড়ে অনেকটাই এগিয়ে লকেট। লড়াকু নেত্রী, লোকসভায় দূরন্ত বলছেন, দলের সব গোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য। তাঁর সঙ্গে লড়ছেন নিশীথ। উত্তরবঙ্গকে ধরতে নিশীথের ভাগ্যে শিকে ছিড়তেও পারে। আলুওয়ালিয়া মন্ত্রী হিসাবে রাজ্যে খুব একটা দাগ ফেলতে পারেননি। তাই তিনি আলোচনার অনেক দূরে।

মধ্যপ্রদেশ থেকে বড় মন্ত্রক পেতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কেরলেও একুশে ভোট। তাই সেখানে পিকে কৃষ্ণদাস মন্ত্রী হতে পারেন। মুখ্যমন্ত্রিত্ব হারিয়ে মহারাষ্ট্র থেকে দেবেন্দ্র ফড়নবিশ কেন্দ্রে জায়গা পেতে পারেন। আর সুশীল মোদি দিল্লি বা পুদুচেরির রাজ্যপাল হতে পারেন।

মোদি মন্ত্রিসভায় সর্বাধিক ৭৯জন মন্ত্রী হতে পারেন। এই মহূর্তে সংখ্যাটা ৫৩। সম্প্রসারণের পর ৬৩ হতে পারে।

spot_img

Related articles

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...

জঘন্য বোলিং- হতশ্রী ফিল্ডিংয়ের যুগলবন্দিতে ম্যাচ হারল ভারত, ঐতিহাসিক জয় বাভুমাদের

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না ক্লাব স্তরের খেলা ভারতীয় বোলিং (Indian Bowling) দেখে তা বোঝা দায়। এই বোলারদের নিয়ে...

SIR প্রক্রিয়া চলাকালীন ‘হেল্প ক্যাম্প’: কীভাবে সাহায্য পাবেন, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর প্রক্রিয়ার কারণে রাজ্যে প্রাণ গিয়েছে ৩৯ জন মানুষের। এখনও ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।...