Thursday, August 21, 2025

বিয়ের নামে ধর্মান্তরণে ১০ বছরের জেল, ‘লাভ জিহাদ’ রুখতে আরও কড়া যোগী

Date:

Share post:

‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে শুরু থেকেই সরব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে আগেই তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়ে ছিলেন, ‘আমার বোনদের সম্মান নিয়ে ছেলেখেলা করলে ছেড়ে কথা বলব না’। এবার পদক্ষেপ নিলেন যোগী। বিয়ের নামে ধর্মান্তরণের বিরুদ্ধে নয়া অধ্যাদেশ জারি করার সিদ্ধান্ত হলো যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রিসভায়। যে অধ্যাদেশে বলা হয়েছে ছলচাতুরি করে ধর্ম পরিবর্তন করানোর অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত সাজা দেওয়া হবে দোষীকে।

জানা গিয়েছে মঙ্গলবার উত্তরপ্রদেশ মন্ত্রিসভার বৈঠকে এই অধ্যাদেশ’ জারি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রসঙ্গে উত্তর প্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং জানান, যোগী আদিত্যনাথ নিচে এই বেআইনী ধর্মান্তরণ প্রতিরোধ অধ্যাদেশ ২০২০তে অনুমোদন দেন। যেখানে বলা হয়েছে ধর্ম পরিবর্তন করার উদ্দেশ্যে যদি কোন মহিলাকে বিবাহ করা হয়, তাহলে সেই বিয়ে আইনের চোখে বৈধ নয়। তা বাতিল বলে ধরা হবে। এটাই শেষ নয়, সেখানে আরও জানানো হয়েছে নিজের ইচ্ছায় যদি কোনও মহিলা ধর্ম পরিবর্তন করতে চান সে ক্ষেত্রে বিয়ের দুমাস আগে জেলা শাসকের কাছে এই মর্মে আবেদন জানাতে হবে। না হলে ৪ মাস থেকে ৩ বছর পর্যন্ত শাস্তি হতে পারে ওই মহিলার। রয়েছে ন্যূনতম ১০হাজার টাকা জরিমানাও।

আরও পড়ুন:২২ বার কোভিড টেস্ট করিয়েছেন সৌরভ! কেন জানেন?

দেশে হিন্দু মেয়ে এবং মুসলিম ছেলের বিয়েকে লাভ জিহাদ বলে আখ্যা দিয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যে এই লাভ জিহাদ রুখতে কোমর বেঁধে মাঠে নেমেছে একাধিক যাতায়াত যে তালিকা রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা। তবে বাকিদের আগে এবার নয়া অধ্যাদেশ জারি করার পথে অনেকখানি এগিয়ে গেল যোগী আদিত্যনাথ সরকার। যোগী সরকারের তরফে যে অধ্যাদেশ আনা হচ্ছে সেখানে ধর্মান্ধদের ক্ষেত্রে ১ থেকে ৫ বছর পর্যন্ত শাস্তি ও ১৫ হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছে। তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সম্প্রদায়ের কোনও মহিলা এবং অপ্রাপ্তবয়স্কের ধর্ম পরিবর্তন করা হলে, সে ক্ষেত্রে ৩ থেকে ১০ বছর পর্যন্ত কারাবাস হতে পারে। সঙ্গে জরিমানা ২৫ হাজার টাকা পর্যন্ত।

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...