Thursday, November 6, 2025

কন্টেনমেন্ট জোনে ফের কড়া প্রহরা, করোনা সামলাতে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

Date:

Share post:

দেশজুড়ে টানা কয়েক মাস ধরে লকডাউন চললেও কোনওভাবেই লাগাম টানা যায়নি করোনা পরিস্থিতিতে। উত্তরোত্তর তা বেড়েই চলেছে। এদিকে করোনাকে সঙ্গী করেই কেমন জানি গাছাড়া ভাব’ সাধারণ মানুষের। এই অবস্থায় বাড়তে থাকা করোনা পরিস্থিতি সামাল দিতে আরো একবার কোমর বেঁধে মাঠে নামলো সরকার। বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে করোনা পরিস্থিতির জেরে জারি করা হল এক নয়া নির্দেশিকা। যেখানে করোনা রুখতে একাধিক পন্থা অবলম্বন করার নির্দেশ দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফে। পাশাপাশি আগের মত কন্টেনমেন্ট জোনগুলিতে অত্যাবশ্যকীয় কাজ ছাড়া সম্পূর্ণরূপে যাতায়াত নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা নয়া এই নির্দেশিকা লাগু হচ্ছে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সরকারি নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে কন্টেনমেন্ট জোন গুলিকে চিহ্নিত করে সেখানে শুধুমাত্র অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া সমস্ত রকম গতিবিধি কড়াভাবে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ ও পুরসভার আধিকারিকদের এটা নিশ্চিত করতে হবে যে কড়া ভাবে যেন মানুষ করোনা বিধি পালন করেন। পাশাপাশি দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করে। মানুষের গতিবিধির ওপর এসওপি জারি করার পাশাপাশি। যেকোনও রকম ভিড় কড়াভাবে নিয়ন্ত্রণ করা হয়।

আরও পড়ুন:মে মাসের পর তৃণমূলের নেতারা জেলে থাকবেন, বীরভূম থেকে হুঁশিয়ারি দিলীপের

এর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় আরও জানানো হয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত সরকারি দপ্তরে যেন সঠিক ভাবে পালন করা হয় সামাজিক দূরত্ব বিধি। শহরাঞ্চলে যে সমস্ত জায়গায় আক্রান্তের হার ১০ শতাংশের বেশি সেখানে সামাজিক দূরত্ব বিধি সঠিকভাবে পালন করাতে সব রকম পদক্ষেপ যেন নেয় রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রধানরা। একইসঙ্গে কেন্দ্রের তরফে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, কন্টেনমেন্ট জোনের বাইরে কোনও জায়গায় রাজ্য সরকার যদি লকডাউন লাগু করার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আবশ্যিকভাবে কেন্দ্রের অনুমতি নিতে হবে।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...