Tuesday, August 26, 2025

বিশেষ চাহিদা সম্পন্নদের মাসে ৩ হাজার টাকা ভাতা

Date:

Share post:

বিশ্ব প্রতিবন্ধী দিবসে শিলিগুড়িতে মিছিল। ওঁরা সকলেই বিশেষ চাহিদা সম্পন্ন। কেউ দেখতে পায় না আবার কেউ কথা বলতে পারে না। আরও নানা ধরনের সমস্যা রয়েছে অনেকের। কিন্তু সব প্রতিবন্ধকতাকে জয় করার মানসিকতা যে ওদের মধ্যে জোরদার হয়েছে সেটাই মিছিলে পা মিলিয়ে ওরা দেখিয়ে দিলেন। বুধবার শিলিগুড়িতে জলপাইমোড় থেকে শিলিগুড়ি থানা হয়ে ফের সেখানে পৌঁছে যায় মিছিল। সারি সারি দৃষ্টি প্রতিবন্ধী ও মূক ও বধিররা মিছিলে পা মিলিয়েছেন বোঝার পরে তা দেখতে দুপাশে দাঁড়িয়ে যান অনেকেই। তাঁদের উৎসাহও দেন অনেকে।

২ ডিসেম্বর, বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ওই মিছিলের আয়োজন করেছিল উত্তরবঙ্গ থ্যালাসেমিয়া ও বিকলাঙ্গ (প্রতিবন্ধী) সেবা সংস্থা। মিছিলের সূচনা করেন বিশিষ্ট চিকিৎসক শীর্ষেন্দু পাল। পদযাত্রায় অংশ নেন বিশ্ববরেণ্য ভারোত্তোলক অশোক চক্রবর্তী, টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ, জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ভারোত্তোলক শ্যামল বিশ্বাস, কৃষ্ণেন্দু দাস, বিশিষ্ট আইনজীবী কল্যাণ সাহা, সংস্থার আহ্বায়ক বিমল বণিক, নর্থ বেঙ্গল ফিল্ম অ্যাসোসিয়েশনের সঞ্জয় বর্মন, রমেশ দাস ও আরও অনেক বিশিষ্টজন।

সংস্থার তরফে আহ্বায়ক বিমলবাবু জানান, প্রতিবন্ধীদের জন্য পৃথক স্কুল তৈরি করা, প্রতিটি প্রতিবন্ধীর জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা, হাসপাতালে প্রতিবন্ধীদের জন্য শয্যা সংরক্ষণ করা, হাতের কাজ জানা প্রতিবন্ধীদের জন্য ঋণ দেওয়ার ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছে। মিছিল শেষে বিশেষ চাহিদা সম্পন্নদের বস্ত্র বিলি করা হয়। মাস্কও দেওয়া হয় সকলকে। পরে মধ্যাহ্নভোজন হয়।

আরও পড়ুন-রাজ্যপালের টিকার ট্রায়ালের ঝুঁকি নিতে নারাজ নাইসেড

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...