Sunday, January 11, 2026

একই দিনে রাজ্যের তিন বিশিষ্ট চিকিৎসকের প্রাণ কাড়ল নভেল করোনা ভাইরাস

Date:

Share post:

ফের চিকিৎসকমহলে কালো দিন। করোনায় আক্রান্ত হয়ে একই দিনে মৃত্যু হল রাজ্যের তিন চিকিৎসকের। সাগর দত্ত মেডিকেল এর অধ্যক্ষ হাসি দাশগুপ্ত, চিকিৎসক রমেন হাজরা ও চিকিৎসক মৃণাল কান্তি আচার্যের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, সার্ভিস ডক্টরস ফোরাম, ডক্টরস ফর পেশেন্টস বা ডোপা, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেস ডক্টরস, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ সহ বিভিন্ন চিকিৎসক সংগঠন।

এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মেডিকেল কলেজের অধ্যক্ষার। পরিবার সূত্রে খবর গত কয়েকদিন ধরে চিকিৎসক হাসি দাশগুপ্ত ও তার স্বামী অসুস্থ ছিলেন। টেস্ট করালে দুজনেরই রিপোর্ট পজেটিভ আসে। তাঁরা দুজনে হোম আইসোলেশনে ছিলেন। কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায়, হাসি দাশগুপ্তকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর ফুসফুস কাজ করছিল না। অক্সিজেনের মাত্রা নেমে গিয়েছিল ৭০ শতাংশেরও নীচে। বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন : প্রাণ হারালেন প্রথম সারির যোদ্ধারা, করোনা আক্রান্ত হয়ে রাজ্যে ফের মৃত্যু ৫ চিকিৎসকের

উত্তর ২৪ পরগণার কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষা ছিলেন চিকিৎসক হাসি দাশগুপ্ত। শিয়ালদহ এনআরএস হাসপাতালে সুপার এবং অ্যানাটমি বিভাগের প্রধানের পদ দীর্ঘদিন সামলেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে জলপাইগুড়ির বিশিষ্ট ইএনটি সার্জেন মৃণালকান্তি আচার্যের। তিনি আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাক্তনী ছিলেন। শিলিগুড়ির একটি হাসপাতালে দেড় মাস ভর্তি ছিলেন তিনি৷

এদিকে সুস্থ হয়ে বাড়ি ফেরার দুদিনের মধ্যে মৃত্যু হল নদিয়ার কল্যাণীর বিশিষ্ট কার্ডিওথোরাসিক সার্জন রমেন হাজরার। বাড়ি ফেরার পর তার আবার শারীরিক সমস্যা দেখা যায় তাঁর। ফের তাঁকে ঢাকুরিয়া আমরি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ তাঁর মৃত্যু হয়।

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...