১৪ তারিখ পর্যন্ত বেসরকারি হাসপাতালেই থাকবেন ভারভারা: হাইকোর্ট

কবি ও সমাজকর্মী ভারভারা রাও এখন কিছুটা ভাল আছেন। যে বেসরকারি হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন আছেন, আগামী ১৪ তারিখ পর্যন্ত সেখানেই থাকবেন। বৃহস্পতিবার এই নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট।

২০১৭-র ডিসেম্বরে এলগার পরিষদ-মাওবাদী যোগ মামলায় এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছিলেন ৮১ বছরের এই কবি ও সমাজকর্মী। বিচারপতি এস এস শিন্দে এবং বিচারপতি এম এস কারনিকের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
ভারভারা রাওয়ের স্ত্রী হেমলতা চিকিৎসার জন্য স্বামীকে জেল থেকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে স্থানান্তরিত করার আবেদন জানিয়ে পিটিশন দায়ের করেছিলেন। সেই পিটিশনের শুনানিও হবে আগামী ১৪ তারিখ।

আরও পড়ুন:এগোচ্ছে সাইক্লোন ‘বুরেভি’, জারি হাই অ্যালার্ট, খোলা হয়েছে ২০০০ ত্রাণ শিবির

গত ১৮ নভেম্বর থেকে নানাবতী হাসপাতালে ভর্তি আছেন ভারভারা রাও। কোভিডের সংক্রমণ থেকে সেরে ওঠার পর তাঁর স্নায়ুর কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই চিকিৎসা চলছে ওই হাসপাতলে। সেখানকার যাবতীয় মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখে এই নির্দেশ দিয়েছে আদালত। কোর্ট জানিয়েছে, মৃত্যুশয্যায় থাকা কোনো ব্যক্তির চিকিৎসা জেলে হতে পারেনা।তাই শুনানির দিন ১৪ তারিখ ধার্য করে কোর্ট এনআইএ ও ভারভারার আইনজীবীকেও নানাবতী হাসপাতালে রিপোর্ট খতিয়ে দেখে নিতে বলেছে।

Previous articleপ্রয়াত মারাদোনাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে মোটা অঙ্কের জরিমানার মুখে মেসি
Next articleআন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা মমতার, বার্তা নিয়ে হাজির ডেরেক