আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা মমতার, বার্তা নিয়ে হাজির ডেরেক

১৪ বছর আগে এই দিন থেকেই শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলনের ২৬ দিনের অনশন। সেই কারণেই ৪ ডিসেম্বর দিল্লি-হরিয়ানা সীমানায় অবস্থান-বিক্ষোভরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি টুইটারে তাঁর সিঙ্গুর আন্দোলনের কথা স্মরণ করে আন্দোলনরত কৃষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এদিকে শুক্রবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হরিয়ানা-দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা নিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান। সিনহু সীমান্তে অবস্থানরত বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় ৪ ঘণ্টা সময় কাটান তিনি। তৃণমূল নেত্রীর বার্তা তিনি পৌঁছে দেন তাঁদের কাছে।

আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। হরিয়ানা এবং পাঞ্জাবের ভিন্ন ভিন্ন চারটি দলকে ফোনকল করেন মমতা। তাঁরা তাঁদের দাবির বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। মমতার সহমর্মিতার জন্য কৃষকরা তাঁকে ধন্যবাদ জানান। অতীতে কৃষক এবং জমি আন্দোলনে তৃণমূল নেত্রীর সমস্ত সহায়তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তাঁরা।

আরও পড়ুন:১৪ তারিখ পর্যন্ত বেসরকারি হাসপাতালেই থাকবেন ভারভারা: হাইকোর্ট

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কৃষক বিরোধী বিল বাতিল করতে এই আন্দোলনে তিনি এবং তৃণমূল কৃষকদের পাশে দাঁড়াবেন।

Previous article১৪ তারিখ পর্যন্ত বেসরকারি হাসপাতালেই থাকবেন ভারভারা: হাইকোর্ট
Next articleগোটা স্কুল ভাঙল কারা? উত্তর নেই