কৃষকদের ডাকা ভারত বনধ ব্যর্থ করতে হুগলির ধনেখালির হারিত এলাকায় রাস্তায় নামল বিজেপি কৃষাণ মোর্চা। কৃষি আইনের প্রতিবাদে মঙ্গলবার, দেশ জুড়ে ভারত বনধের ডাক দিয়েছেন কৃষকরা। কিন্তু হুগলিতে সেই বনধ পন্ড করতে পথে নেমেছেন রাজ্য বিজেপির কৃষাণ মোর্চার সম্পাদক স্বরাজ ঘোষ। তাঁর নেতৃত্বে হারিত এলাকায় বিভিন্ন বাজার-দোকানে গিয়ে সব খোলা রাখার আবেদন করেন বিজেপি নেতা-কর্মীরা। তবে এই এলাকায় বনধের তেমন প্রভাব পড়েনি।

আরও পড়ুন-একই দিনে জোড়া বনধের প্রভাব উত্তরবঙ্গের জনজীবনে

