১০ জনের ইস্টবেঙ্গল আটকে দিল জামশেদপুর এফসিকে

অবশেষে এক পয়েন্ট ঘরে তুললো এসসি ইস্টবেঙ্গল। আইএসএল এ চতুর্থ ম‍্যাচে তারা গোলশূন‍্য ড্র করল জামশেদপুর এফসির বিরুদ্ধে। ম‍্যাচের সেরা ইস্টবেঙ্গলের মহম্মদ ইর্শাদ।

ম‍্যাচে এদিন দশ জনে খেলে জামশেদপুরকে বেগ দিল এসসি ইস্টবেঙ্গল। ম‍্যাচের শুরু থেকে এদিন বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে রবি ফাউলারের দল। কারন প্রতিপক্ষ যে জামশেদপুর এফসি। শেষ ম‍্যাচে তারা হারিয়ে দিয়েছিল এটিকে মোহনবাগানকে। তাই বৃহস্পতিবার জামশেদপুরের বিরুদ্ধে সতর্ক হয়ে মাঠে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। তবে এদিনও রেফারির ভুল সিদ্ধান্তের স্বীকার হতে হল ইস্টবেঙ্গলকে। ম‍্যাচের ২৪ মিনিটের মাথায় লিংডোকে দুটো হলুদ কার্ডের কারনে রেড কার্ড দেখান রেফারি রাহুল কুমার গুপ্ত। দ্বিতীয় হলুদ কার্ডটি বিনা কারনে দেখানো হয় লিংডোকে। যার ফলে মাঠ ছেড়ে বেরিয়ে যেত হয় লিংডোকে। এরপর দশজনে খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। এদিন ১০ জনের ইস্টবেঙ্গল আটকে দেয় ভাল্কিসদের।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে দশজনের ইস্টবেঙ্গল আক্রমনের ঝাঁজ বাড়ায়। কিন্তু হার্টলেদের দূর্গ পার করে গোল করতে ব‍্যর্থ হয় মাঘোমা, পিলকিল্টনরা। ম‍্যাচের ৬১ মিনিটে চোট লাগায় গোলরক্ষক শঙ্কর রায় বসে যান। সেখানে মাঠে আসেন দেবজিৎ মজুমদার। এরপর পাল্টা আক্রমন চালায় জামশেদপুর এফসি। তবে লাল-হলুদের ডিফেন্সের সামনে আটকে যায় জামশেদপুরের আটাকিং লাইনআপ। ম‍্যাচের ইনজুরি টাইমে দুটো হলুদ কার্ড দেখায় রেড কার্ড দেখেন জামশেদপুরের রেনথেলেই।

আইএসএল এর চতুর্থ ম‍্যাচে ফিরে আসার লড়াই দেখাল এসসি ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসির সঙ্গে ড্র এর ফলে ৪ ম‍্যাচে ১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে একাদশ স্থানে রবি ফাউলারের দল। ১৫ তারিখ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন :প্রকাশিত হল ভারত-ইংল‍্যান্ড সিরিজের সূচি