Tuesday, August 26, 2025

হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের, উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ খারিজের নির্দেশ উচ্চ আদালতের

Date:

Share post:

ফের আদালতে ধাক্কা রাজ্য সরকারের। উচ্চপ্রাথমিকের সহকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আজ, শুক্রবার প্যানেল থেকে শুরু করে মেরিট লিস্ট সবই বাতিলের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

উচ্চপ্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় বড়োসড়ো দুর্নীতি ও স্বজনপোষণ হয়েছে, এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চাকরিপ্রার্থীদের একাংশ। প্রায় আড়াই হাজারেরও বেশি আবেদন করেন মামলার ভিত্তিতে হাইকোর্ট জানিয়ে দিল মামলা প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে নতুন করে সবকিছু করতে হবে।

মামলাকারীদের আইনজীবী জানান, “উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণ হয়েছে। তারই ভিত্তিতে এই মামলা করা হয়েছিল। মহামান্য আদালত এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। চাকরিপ্রার্থীদের নথি ভেরিফিকেশন-সহ গোটা প্রক্রিয়াটাই নতুন করে শুরু করার আবেদন ছিল আমাদের। আদালতে আমাদের পক্ষেই রায় দিয়েছে।”

শুক্রবার হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত ১৯৭৯ বেশি মামলার একযোগে নিষ্পত্তি হয় এই রায়ে। ১ লক্ষ ৮০ হাজারের বেশি নিয়োগপ্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করে লছিল হাইকোর্ট এই রায়ের ওপর।

নিয়োগে দুর্নীতি, প্যানেলে অসঙ্গতি-সহ একাধিক অভিযোগে ২০১১ সাল থেকে এ যাবৎকাল পর্যন্ত একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। চাকরি প্রার্থীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, দিনের পর দিন মামলার শুনানি হচ্ছে না। শুনানি না হওয়ায় প্যানেলের নাম থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না বহু চাকরি প্রার্থী। এবার সেই অভিযোগের অবসান হলো কলকাতা হাইকোর্টে।

spot_img

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...