Saturday, November 1, 2025

যোধপুর পার্কের আবাসনের বন্ধ ঘর থেকে উদ্ধার মডেল কাম অভিনেত্রীর দেহ

Date:

Share post:

মডেল কাম অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু। বন্ধ ঘর থেকে উদ্ধার দেহ। অভিনেত্রীর আনুমানিক বয়স ৩৫। পুলিশ সূত্রে খবর, দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না। কীভাবে মৃত্যু, তা তদন্তসাপেক্ষ। যোধপুর পার্কের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

৩৪৬, যোধপুর পার্কের একটি অভিজাত আবাসনের তিনতলার একটি ঘর থেকে উদ্ধার হয়েছে আরিয়ার দেহ। জানা যাচ্ছে, বাড়িতে একাই থাকতেন আরিয়া। এদিন সকালে পরিচারিকা চন্দনা দাসকাজে এসেছিলেন। বেশ কয়েকবার বেল বাজানোর পর তাঁকে দরজা খুলতে না দেখে তিনি প্রতিবেশিদের খবর দেন। খবর পিয়ে ঘটনাস্থলে আসে লেক থানার পুলিশ। পুলিশ গিয়ে দরজা ভেঙে উদ্ধার করে অভিনেত্রীর দেহ। দেখা যায়, মুখ থুবড়ে উল্টে পড়ে রয়েছে আরিয়া। রক্ত ছড়িয়ে রয়েছে মেঝেতে।

আরও পড়ুন : ভেন্টিলেশন থেকে বের করা হল বুদ্ধদেবকে, কথা বলছেন

ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার গোয়ান্দারা। তাঁরা প্রতিবেশী ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলছেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ। আরিয়ার দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েও মৃত্যু বলে অনুমান পুলিশের। পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই কীভাবে মৃত্যু তা পরিষ্কার হবে।

প্রতিবেশিরা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে ছন্নছাড়া একটা জীবন যাপন করতেন আরিয়া। কারওসঙ্গে মিশতেন না। পাড়ার লোকজনের সঙ্গেও খারাপ ব্যবহার করতেন তিনি।

প্রখ্যাত সেতারবাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের ছোট মেয়ে আরিয়ার আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। তিনি হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতে স্নাতকোত্তর ডিগ্রিধারী। বলিউডের বেশ কয়েকটি ছবিতে কাজও করেছিলেন। ‘এলএসডি: লাভ সেক্স অউর ধোকা’, ‘ডার্টি পিকচার’ -এ অভিনয় করেন তিনি। ২০১৪য় সাবধান ইন্ডিয়া টিভি সিরিজ-এও দেখা গিয়েছিল তাঁকে। এর পর তাঁকে আর কোনও সিনেমায় দেখা যায়নি।

spot_img

Related articles

উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টি, দক্ষিণে শুকনো আবহাওয়া শনিতে!

ঘূর্ণিঝড়ের প্রভাব কেটেছে অনেকটাই। শুক্রবার এরপর শনিবার সকাল থেকেও দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির (Rain) দেখা মেলেনি। রবিবার থেকে...

ভাড়া বাড়িতে শাহরুখ, জন্মদিনে মন্নতের বারান্দায় দেখা দেবেন না ‘বাজিগর’!

নভেম্বর মাস পড়া মানেই দ্বিতীয় দিনের অপেক্ষায় শাহরুখ (Shahrukh Khan) অনুরাগীরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেতার জন্মদিন যেন কিং...

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...