Saturday, November 8, 2025

যোধপুর পার্কে বলিউড অভিনেত্রীর রহস্যমৃত্যু, তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য

Date:

Share post:

শহরে বলিউড অভিনেত্রীর রহস্যমৃত্যু। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে লেক থানার অন্তর্গত যোধপুর পার্ক এলাকায়। গতকাল, শুক্রবার বিকালে যোধপুর পার্কের বাড়ি থেকেই উদ্ধার হয় বলিউড অভিনেত্রী আর্যা বন্দ্যোপাধ্যায়ের (৩৫) মৃতদেহ। “ডার্টি পিকচার”-খ্যাত এই অভিনেত্রীর রহস্যমৃত্যুর খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন জগতে। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। যদিও সেই রিপোর্ট এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রকাশ্যে আসেনি।

এদিকে তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর নাক, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। বাড়ির দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করা হয়। আর্যাকে সংজ্ঞাহীন অবস্থায় বিছানায় পাওয়া যায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ আরও জানিয়েছে, যে ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে সেই ঘরের মেঝেতে মৃতদেহের পাশেই মিলেছে রক্ত।

তদন্তে নেমে প্রথামিকভাবে পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার দুপুরের আগেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর। জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে রুটি করে গিয়েছিলেন বাড়ির পরিচারিকা। কিন্তু তা খাননি অভিনেত্রী। শুক্রবার, সকাল সাড়ে দশটা নাগাদ পরিচারিকা কাজে এলে ঘটনা প্রকাশ্যে আসে।

বছরখানেক আগে হেপাটাইটিস-বি ধরা পড়ে। কিমনিতেও সমস্যা দেখা দেয়। কিন্তু সেরকম কোনও চিকিৎসা করা হয়নি বলেও জানতে পেরেছে পুলিশ। বেডরুমের খাটের নীচ অভিনেত্রীর দেহ উপুড় হওয়া অবস্থায় পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। ব্ল্যাক টপ ও ব্ল্যাক প্যান্ট পরেছিলেন অভিনেত্রী। পাশের একটি ঘর থেকে দুটি মদের বোতল পাওয়া গিয়েছে। ঘরে তাঁর পোষা কুকুরও ছিল।

আরও পড়ুন:রাজনৈতিক চক্রান্ত চলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে পত্রবোমা কল্যাণের

স্থানীয় সূত্রে খবর, গতকাল সকাল থেকে আর্যাকে দরজা খুলতে না দেখে এবং পরিচারিকা এসে ডাকাডাকি করার পরও সাড়া না মেলাইনপ্রতিবেশিরাই পুলিশে খবর দেন। এরপরই লেক থানার পুলিশ গিয়ে অভিনেত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। বেশ কিছুদিন ধরেই একাকিত্বে ভুগছিলেন অভিনেত্রী। তবে এটা খুন নাকি মানসিক অবসাদের জেরে আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।

spot_img

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...