Thursday, November 6, 2025

বইমেলা breaking: সরকারি মদতের মোড়কে কণ্ঠরোধ, ফুঁসছে বইপাড়া

Date:

Share post:

কণ্ঠরোধ করছেন কোনো ব্যক্তি।
কিন্তু বদনাম হচ্ছে সরকারের।
কারণ যখন যেমন তখন তেমন সরকারের ঘনিষ্ঠতার বার্তা দিয়েই চলছে অগণতান্ত্রিক কাজকর্ম।

ফলে গিল্ডের ( guild) কাজকর্মে ফুঁসছে বইপাড়া। এবার বইমেলা ( bookfair) মরশুমের আগে তা নতুন করে মাথাচাড়া দিচ্ছে।

অভিযোগ, গিল্ডের নামে দুতিনজন ব্যক্তির স্বেচ্ছাচারিতা চলছে। এতবড় বইপাড়া। অথচ গার্ডের সদস্য মাত্র 32, বহু নামি প্রকাশক ( publisher) বাদ। এমন করে নিয়ম তৈরি যে তাঁরা নিজেরা ঢুকতেও পারবেন না। সবটাই দুতিনজনের মর্জিনির্ভর। প্রকাশকদের গিল্ড, অথচ সংস্থার বদলে ব্যক্তিকে সদস্য করা হয়। বইমেলায় নিজেরা ইচ্ছেমত স্টল নেন, বাকিদের লটারি। ঘনিষ্ঠদের সদস্য করে কমিটির লাগাম রাখা হয়, বাকিদের সদস্য করা হয় না। এ ছাড়াও বহু অভিযোগ। বহু নামি প্রকাশক অপমানিত বোধ করছেন।

গিল্ড চালান দুজন। ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সুধাংশুশেখর দে। এর মধ্যে সুধাংশু দে নিপাট ভদ্রলোক। তাঁর বিরুদ্ধে ক্ষোভ কম।

অভিযোগ, গিল্ডকর্তারা সব সময়ে সরকারঘনিষ্ঠতার ভাব দেখিয়ে বাকিদের ঠাণ্ডা রাখেন। কেউ ঝামেলায় জড়ান না। এঁরাই বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে ঘুরতেন। এঁরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন। আবার এঁরাই কখনও এখন শুভেন্দু অধিকারীর মঞ্চে যান বা নরেন্দ্র মোদিকে নিয়ে বই বার করেন। আবার সেই খবর প্রকাশিত হলে তিড়িং বিড়িং লাফিয়ে কোনো কাগজের সম্পাদক বা পোর্টালকে প্রভাবিত করতে মরিয়া চেষ্টা করেন। এরকম লম্ফঝম্প শীতকালে সার্কাসের জোকারদের করতে দেখা যায়।

যাই হোক, এবার একাধিক প্রকাশক গিল্ডের কণ্ঠরোধের নীতির বিরুদ্ধে ও দখলদারির প্রতিবাদে কোমর বেঁধেছেন। মুখ্যমন্ত্রীসহ শীর্ষনেতৃত্বের কাছে যাচ্ছে অভিযোগসহ নানা নথির ফাইল। বইপাড়ার বক্তব্য, সব প্রকাশককে মর্যাদা দিয়ে সদস্য করে স্বচ্ছভাবে চলুক গিল্ড। জানা গেছে সুধাংশু দে নিজেও ব্যক্তিগতভাবে এই ক্ষোভ মেটানোর পক্ষে।

 

spot_img

Related articles

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...