ঘোষণা করা হল অস্ট্রেলিয়ার ( Australia ) বিরুদ্ধে প্রথম টেস্ট দল। ১৭ তারিখ ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচে উইকেটকিপার হিসাবে মাঠে থাকছেন ঋদ্ধিমান সাহা ( Wriddhiman saha)। শেষ প্রস্তুতি ম্যাচে দুরন্ত প্যারফমেন্স করলেও, প্রথম একাদশে জায়গা হল না ঋষভ পন্থের ( Rishabh pant)।

অ্যাডিলেড টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশ নিয়ে বেশ চর্চা চলছিল ক্রিকেটমহলে। ওপেনার হিসাবে ময়াঙ্কের সঙ্গে কে নামবেন, তা নিয়ে জোর কদমে চলছিল জল্পনা। সেখানে কে এল রাহুল ( K l Rahul) এবং শুভমন গিলের Shubhman Gill) পরিবর্তে পৃথ্বী শাহ ওপর ভরসা রাখলেন নির্বাচক মণ্ডলি। ওপর দিকে ঋষভ পন্থের জায়গায় উইকেট কিপার, অলরাউন্ডার হিসাবে অভিজ্ঞ ঋদ্ধিমান সাহাকে নেওয়া হল প্রথম একাদশে। বোলিং এ তৃতীয় পেসার হিসাবে দলে এলেন উমেশ যাদব।

আরও পড়ুন:বোর্ডের সাধারণ সভায় নজর তিন গুরুত্বপূর্ণ বিষয়ে
