Thursday, August 21, 2025

রেলে আদানির লোগো! সরকারের পাল্টা জবাবে বিপাকে প্রিয়াঙ্কা

Date:

Share post:

বেসরকারিকরণ নীতির জেরে বিরোধীদের আক্রমণের তীরে বরাবর বিদ্ধ কেন্দ্রের মোদি সরকার(Modi government)। সেই ধারা অব্যাহত রেখে সম্প্রতি রেলের ইঞ্জিনে (Indian rail) বেসরকারি সংস্থার লোগো নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi Vadra)। গোটা বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করে তিনি অভিযোগ করেন, কৃষি ক্ষেত্রের পাশাপাশি রেলের একটি বড় অংশ আদানিদের মত ধনকুবের বন্ধুদের হাতে তুলে দিতে চাইছে বিজেপি। তবে নিজের এই পোস্টের জেরে নিজেই বিপাকে পড়ে গেলেন প্রিয়াঙ্কা গান্ধী। সরকারের তরফে তাঁর ফেসবুক পোস্টকে সম্পূর্ণ ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করা হয়েছে।

সম্প্রতি রেলের ইঞ্জিনের গায়ে দরজার পাশে ‘আদানি উইলমার'(Adani wilmar) সংস্থার লোগো সাঁটানো ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন প্রিয়াঙ্কা। পাশাপাশি তিনি লেখেন কোটি কোটি ভারতীয় কঠোর পরিশ্রমে গড়ে উঠেছে রেল। আর সেই রেলের গায়ে বিজেপি তার কোটিপতি বন্ধুদের মোহর বসিয়েছে। আগামী দিনে রেলের একটি বড় অংশ মোদিজীর কোটিপতি বন্ধুদের হাতে চলে যাবে।’ প্রিয়াঙ্কা গান্ধীর এই ফেসবুক পোস্ট মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দেয়।
শুধু প্রিয়াঙ্কা নন, এই ভিডিওটি পোস্ট করতে দেখা যায় গুজরাটের কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলকেও। টুইটারে ভিডিওটির সঙ্গে তিনি লেখেন, রেল আদানি গ্রুপের বিজ্ঞাপন দিচ্ছে। এই ছবিতে কোনওরকম দ্বিধা না রেখে এটা বলাই যায় কৃষকরা সত্যর পথেই হাঁটছেন। হার্দিকের এই টুইট আবার নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন প্রিয়াঙ্কা। সব মিলিয়ে বিরোধীদের একের পর এক তোপের মুখে বেশ চাপে পড়ে যায় সরকার।

আরও পড়ুন:‘ওখানে মর্যাদার পদ না পেলে এখনই দলবদল নয়’, বক্তব্য শুভেন্দু- ঘনিষ্ঠ একাংশের

তবে কংগ্রেস নেতৃত্বের তোলা এহেন অভিযোগ সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে সরকার। ‌ পিআইবিকে হাতিয়ার করে ‘পিআইবি ফ্যাক্ট চেক’ নামে টুইটার অ্যাকাউন্ট এর উত্তর দিয়ে জানিয়েছে, ‘ফেসবুকে একটি ভিডিও দাবি করেছে সরকার ভারতীয় রেলের উপর বেসরকারি সংস্থার লাগিয়ে দিয়েছে এই দাবি ভুল এটি শুধুমাত্র একটি বাণিজ্যিক বিজ্ঞাপন উদ্দেশ্য ট্রেন ভাড়া বাবদ এর বাইরে অতিরিক্ত রাজস্ব সংগ্রহ।’ পাশাপাশি প্রিয়াঙ্কারই দাবিকে বিভ্রান্তিকর আখ্যা দেওয়া হয়েছে পিআইবির তরফে।

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...