Saturday, August 23, 2025

বাংলার প্রতি অবিচার, বিরোধী ‘মহামঞ্চ’ করে মমতার পাশে জাতীয় স্তরের বিজেপি- বিরোধীরা

Date:

Share post:

বাংলায় বিজেপির প্রতিহিংসার রাজনীতি রুখতে এবার একজোট হচ্ছেন জাতীয় স্তরের বিজেপি- বিরোধীরা।

এ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি-বিরোধী ‘মহামঞ্চ’
তৈরি হতে চলেছে৷ এই মহামঞ্চ তৈরির খসড়াও তৈরি৷ আগামী জানুয়ারিতে কলকাতায় বড় সমাবেশের মধ্যে দিয়ে তাকে পূর্ণাঙ্গ আকার দেওয়া হবে।

একুশের ভোটের আগে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে নানাভাবে বিপর্যস্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি৷ এ ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশের অবিজেপি শীর্ষ নেতারা বাংলার ‘গেরুয়াকরণ’ ঠেকাতে মমতার হাত শক্ত করতে চান। জাতীয় রাজনীতির অন্যতম প্রধান মুখ NCP প্রধান শারদ পাওয়ার এই ইস্যুতে সরব হলেন৷

জানা গিয়েছে, বিজেপি- বিরোধী যুদ্ধে সহযোদ্ধা হতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন শারদ পাওয়ার। কীভাবে সমস্ত এজেন্সিকে ব্যবহার করে বাংলাকে টার্গেট করা হচ্ছে, তা জানেন পাওয়ার। সেকারনেই এই লড়াইয়ে বিজেপি বিরোধী ‘মহামঞ্চ’ গড়ার ডাক দিয়েছেন তিনি।বৃহস্পতিবার টেলিফোনে পাওয়ার-মমতার দীর্ঘ কথা হয়। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমোর পাশে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের সেই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে চেয়েছেন পাওয়ার। আগামী জানুয়ারি মাসের শুরুতে কলকাতায় সমাবেশ করে পাওয়ার এই লড়াই শুরু করতে চেয়েছেন৷ UPA-র চেয়ারম্যান হিসেবে যাঁর নাম চূড়ান্ত হতে চলেছে, সেই পাওয়ার-এর প্রস্তাবে সায় দিয়েছেন মমতা বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:বাংলার ৩ IPS-কে ডেপুটেশনে পোস্টিংয়ের কেন্দ্রীয় সিদ্ধান্তকে “নির্লজ্জ” বললেন কেজরিওয়াল

সূত্রের খবর, শুধু পাওয়ারই নন, অবিজেপি রাজনৈতিক দলে শিবসেনা, কংগ্রেস, ডিএমকে, রাষ্ট্রীয় জনতা দল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং শিরোমণি অকালি দলও রাজনীতির এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
এই ব্যাপারে ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে শারদ পাওয়ার সহ আরও কয়েকজনের প্রাথমিক কথাবার্তাও হয়েছে। শুধু অবিজেপি রাজনৈতিক দলগুলিই নয়, বিজেপি- বিরোধী এই লড়াইয়ে মমতার পাশে থেকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন কৃষি-আইন বিরোধী আন্দোলনে সিংঘুতে অবস্থানরত কৃষক নেতারাও।

spot_img

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...