Saturday, November 8, 2025

গান্ধীজি-নেতাজির অনুপ্রেরণা ছিলেন গুরুদেব, বিশ্বভারতী দর্শন করে বললেন অমিত শাহ

Date:

Share post:

রাজ্য সফরের দ্বিতীয় দিনে আজ, রবিবার বিশ্বভারতীতে এসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindranath Tagore) শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Sah)। এদিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পৌঁছে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে উপাসনা গৃহ ঘুরে দেখেন তিনি। সেখান থেকে যান উত্তরায়নে। সঙ্গীত ভবনে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে বরণ করা হয় তাঁকে। এর পরই তিনি যান শান্তিনিকেতনের (Santiniketan) বাংলাদেশ ভবনে।

সেখান থেকে বেরিয়ে এদিন সংবাদমাধ্যমকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আজ আমার বড় সৌভাগ্যের দিন, বিশ্বভারতীতে পৌঁছে সেই মহামানবকে শ্রদ্ধাঞ্জলী দেওয়ার সুযোগ মিলল আজ। সেই মহামানব দুনিয়াজুড়ে ভারতীয় জ্ঞান, দর্শন, কলা, সাহিত্যের ভিত্তি মজবুত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক ব্যক্তি ছিলেন যিনি সেই জমানায় থাকা রাষ্ট্রবাদের দুই ধারার নেতা সুভাষ চন্দ্র বসু (Subhash Chandra Bose)
ও গান্ধীজিকে (Mahatma Gandhi) অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি বিশ্বভারতী ও শান্তিনিকেতনের মাধ্যমে ভারতীয় সাহিত্য, ভাষা, দর্শন, কলা সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন। দুনিয়ার প্রচুর ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে ভারতের ভাষা, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন ঘটিয়েছেন।”

রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল–প্রাপ্তি প্রসঙ্গে অমিত শাহের ব্যাখ্যা “আমি বিশ্বাস করি, নোবেল পুরস্কার গুরুদেবের লেখা কবিতাকে স্বীকৃতি দেয়নি, বরং গুরুদেবকে সম্মানিত করে নোবেল সংস্থা নিজেদের স্বীকৃতি দিয়েছে।”

কবিগুরু প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর আরও বিশ্লেষণ, “গুরুদেব বলতেন, সংকীর্ণতার সমস্ত শিকল ভেঙে ফেলাই শিক্ষার উদ্দেশ্য। বিশ্বভারতীয় শতবর্ষ উপলক্ষে সেই বার্তাই আরও মজবুতভাবে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। আমরা সবাই চাই, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ মেনে ভারতের দর্শন, জ্ঞান, সাহিত্য, কলা বিশ্বব্যাপী স্বীকৃতি পাক।”

আরও পড়ুন-বাউল বাড়িতে সারলেন মধ্যাহ্নভোজ, আতিথেয়তায় আপ্লুত অমিত শাহ

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...