Tuesday, November 11, 2025

আমারও হার্ট অ্যাটাক? জ্ঞান ফেরার পর বিস্ময় প্রকাশ করেছিলেন সৌরভ

Date:

Share post:

এত নিয়মে থাকেন, পরিশ্রম করেন, তারপরও হার্ট অ্যাটাক! বিশ্বাসই করতে পারছেন না স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শনিবার, দুপুরে হাসপাতালে ভর্তি হওয়ার পর যখন জ্ঞান ফিরল, তখন চিকিৎসকদের চিকিৎসকদের কাছে মহারাজের প্রথম জিজ্ঞাসা ছিল, “আমার হার্ট অ্যাটাক! এটা হতেই পারে না। আপনারা ঠিক দেখছেন তো?”

চিকিৎসকরা তখন সৌরভকে ইসিজি (ECG) রিপোর্ট দেখান। সেখানে কী কী পরিবর্তন এসেছে, তা বুঝিয়ে বলেন। তারপর সৌরভের বিশ্বাস হয়, সত্যিই তাঁর হার্ট অ্যাটাক (Heart Attack) হয়েছে। সৌরভ চিকিৎসকদের বলেন, “এত যে কাজের মধ্যে থাকি। আমারও হার্ট অ্যাটাক হল! কই বুকে তো ব্যথা হয়নি?”

উডল্যান্ডস হাসপাতালে (Woodlands Hospital) সৌরভের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ সরোজ মণ্ডল বলেন, “সৌরভ প্রথমে বিশ্বাস করতে চাইছিলেন না, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। পরে বুঝতে পারেন। তাঁকে দ্রুত সুস্থ করার জন্য আমরা সবরকম চেষ্টা করছি। এখন উনি অনেকটাই স্থিতিশীল।” চিকিৎসকরা আরও জানান, অন্তত দু’দিন মহারাজের বিশ্রাম প্রয়োজন। তারমধ্যে সবদিক খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গিয়েছে। ফলে স্টেন্ট বসানো হয়েছে। আরও দুটি স্টেন্ট বসানো নিয়ে নিয়ে ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। সোম অথবা মঙ্গলবার ফের দুটি স্টেন্ট বসানো হতে পারে। বাইপাস সার্জারি করা হবে কি না সে বিষয়ে
অবশ্য এখনই স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার পর বেশ কয়েকবার বমি করেন তিনি। তাঁর মাথা ঘুরছিল।
মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট ধরে নিয়েই শুরু হয় চিকিৎসা।
তারপর ক্যাথল্যাবে পর্যবেক্ষণে রাখা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেখানে প্রাথমিক অ্যাঞ্জিওপ্লাস্টিও হয় সৌরভের। ডায়েটে সেমি-সলিড ফুড রাখা হয়েছে।

আরও পড়ুন-রাতে ভালো ঘুমিয়েছেন মহারাজ! খেয়েছেন চিকেন স্টু- টোস্ট-ফল

Advt

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...