ভারত-বাংলাদেশ সীমান্তে ফের সুড়ঙ্গের সন্ধান

খায়রুল আলম, ঢাকা: ভারত-বাংলাদেশ সীমান্তে(India Bangladesh border) আবারও ২০০ মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেল। সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে অসম পুলিশের(Assam police) তরফে। অসমের করিমগঞ্জের যে এলাকায় এই সুড়ঙ্গটি পাওয়া গিয়েছে তার অন্যপাশেই বাংলাদেশের(Bangladesh) জকিগঞ্জ উপজেলা।

সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত রবিবার অসমের করিমগঞ্জে একটি গ্রামের একজন বাসিন্দাকে অপহরণ করা হয়। পরে তার বাড়িতে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। যে নম্বর থেকে ফোন করা হয়, সেটি বাংলাদেশের নম্বর ছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করে একজন ব্যক্তিকে আটক করে পুলিশ। এর মধ্যেই অপহৃত ওই ব্যক্তি মুক্তি পেয়ে এসে সুড়ঙ্গের বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশ গিয়ে সুড়ঙ্গটি শনাক্ত করে।

অসম পুলিশের দাবি, সুড়ঙ্গটি বন্ধ করে দেওয়ার জন্য তারা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে জানিয়েছে। তারা এখন সেটি বন্ধ করার কাজ করছে।

আরও পড়ুন:‘স্বাস্থ্যসাথী’তে ভরসা রাজ্যবাসীর, ২১দিনে ২ কোটি টাকার চিকিৎসা

প্রতিবেদনে আরও বলা হয়, জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, বাংলাদেশ-ভারত সীমান্তে কোনও সুড়ঙ্গের অস্তিত্ব আছে বলে তারা শোনেননি।

Advt

Previous article‘স্বাস্থ্যসাথী’তে ভরসা রাজ্যবাসীর, ২১দিনে ২ কোটি টাকার চিকিৎসা
Next articleআমারও হার্ট অ্যাটাক? জ্ঞান ফেরার পর বিস্ময় প্রকাশ করেছিলেন সৌরভ