ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

ফের মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। আরপিএফের চেষ্টায় প্রাণে রক্ষা পেলেন তিনি। ওই যুবক প্রাণে বাঁচলেও কিছুটা সময়ের জন্য ব্যাহত হয় ডাউন লাইনের মেট্রো পরিষেবা। পরে কর্তৃপক্ষের সাহায্যে পরিষেবা স্বাভাবিক হয়।

মঙ্গলবার বেলা ১২.০৫ নাগাদ ডাউন লাইনের একটি মেট্রো দমদম স্টেশনে ঢোকার সময়ে থার্ড লাইনে ঝাঁপ দেন এক যুবক। সেসময় ট্রেনের গতি কম থাকায় চালক আপৎকালীন ব্রেক কষেই ট্রেন থামিয়ে দেন। অন্যদিকে, আরপিএফের নজরে পড়তেই সঙ্গে সঙ্গে লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। তবেই প্রাণে রক্ষা পান ওই যুবক। এরপর আরপিএফ জওয়ানরা তাঁকে লাইন থেকে তুলে হাসপাতালে নিয়ে যায়। এর জেরে বেশ খানিকক্ষণের জন্য আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল ব্যাহত হয়।

জানা গিয়েছে, বছর ২৫-এর ওই যুবক খড়দহের বাসিন্দা। কর্মক্ষেত্রে সম্প্রতি কিছু সমস্যার জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তা থেকেই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।

আরও পড়ুন-চোটের কারণে ছিটকে গেলেন কে এল রাহুল

Advt

Previous articleরেকর্ড ভেঙে আরও ঊর্ধ্বমুখী দেশের শেয়ার বাজার
Next articleতৃতীয় টেস্টে নামার আগে হুঙ্কার নেথান লায়নের, রোহিতকে আটকাতে বিশেষ পরিকল্পনা