Thursday, August 21, 2025

বিক্ষোভের মুখে মুকুল রায়! ভাইরাল ভিডিও

Date:

Share post:

নন্দীগ্রামের সভার সেরে ফেরার পথে কোলাঘাটে একটি বিখ্যাত ধাবায় ঢুকেছিলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। কিন্তু সেখানে গিয়ে তাঁকে যে এমন অস্বস্তিতে পড়তে হবে তা বোধহয় ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি তিনি।

কী হয়েছিল শুক্রবার রাতে কোলাঘাটের (Kolaghat) ওই ধাবায়? সেখানে তখন উপস্থিত ছিলেন তৃণমূল যুবর নেতা-কর্মীরা। মুকুল রায়কে দেখেই তাঁরা ঘিরে ধরেন। প্রশ্ন তোলেন কীসের জন্য তিনি বিজেপিতে (Bjp) গিয়েছেন? তিনি কি গেরুয়া শিবিরে গিয়ে সন্তুষ্ট? কোন কথারই সঠিক উত্তর দিতে পারেননি মুকুল। উল্টে তৃণমূল (Tmc) জমানায় তাঁর অবদান নিয়ে কথা বলেছেন। আর সেই ভিডিও ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ছবিতে দেখা যাচ্ছে মুকুল রায়কে ঘিরে ধরে অত্যন্ত ভদ্র এবং সম্মানজনকভাবে তাঁকে দলবদলের কারণ জিজ্ঞাসা করছেন তৃণমূল যুবর নেতা-কর্মীরা। কেউ তাঁকে ‘জেঠু’ বলে সম্বোধন করেছেন, কেউ আবার ‘মুকুলদা’। কিন্তু তাঁর কাছে একটাই প্রশ্ন ছিল, কেন গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে? তিনি বিজেপির এখনকার নেতাদের বক্তব্যের সঙ্গে সহমত? একই সঙ্গে মুকুল রায়ের কাছে ফিরে আসার প্রস্তাব দেওয়া হয়।

কিন্তু তৃণমূল যুবদের এই ইয়রকার বল মাঠের বাইরে পাঠানো দুরস্ত, রীতিমতো ঘটনাস্থল ছেড়ে চলে যান বিজেপি নেতা। তারপরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। মুহূর্মুহ স্লোগান ওঠে ‘জয় বাংলা’, ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’।

কিন্তু প্রশ্ন হচ্ছে, মঞ্চে দাঁড়িয়ে বিজেপি কর্মীদের সামনে যে বক্তব্য তিনি রাখেন, ছেড়ে আসা দলের তরুণ ব্রিগেডের সামনে সে কথা কেন জোরের সঙ্গে বলতে পারলেন না মুকুল রায়? কেন দল ছাড়ার কারণ নিয়ে স্পষ্ট জানাতে পারলেন না তিনি। জল্পনা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন-‘কৃষক দরদী’ মুখ নিয়ে আজ বঙ্গে নাড্ডা, অন্নদাতাদের থেকে নেবেন ‘এক মুঠঠি চাওল’

Advt

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...