এ মাসেই ঘোষণা হবে নতুন দল, জানালেন আব্বাস

এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। ২১ জানুয়ারি কলকাতা প্রেসক্লাবে (Press Club) সাংবাদিক বৈঠক করে তার ঘোষণা হবে। হুগলির ফুরফুরা শরিফে এক সাংবাদিক বৈঠক করে জানালেন পীরজাদা আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)।

আগামী বিধানসভা নির্বাচনে তাঁদের দল রাজ্যে ৬০ থেকে ৮০ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার অবস্থায় রয়েছে। ইতিমধ্যে অন্য একটি সর্বভারতীয় বড় দলের সঙ্গে তাদের কথাবার্তা হয়েছে। যদি সেই কথাবার্তা ফলপ্রসূ হয় তাহলে আরো বেশি আসনে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান আব্বাস। তাঁদের মূল লক্ষ্য, পিছিয়ে পড়া গরিব নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। সকলের জন্য শিক্ষা-স্বাস্থ্য-খাদ্য-বাসস্থান এই চারটি মূল দাবি নিয়ে তাঁরা মানুষের কাছে যাবেন। ইতিমধ্যে সমভাবাপন্ন দশটি দলের (Party) সঙ্গে তাঁদের কথা হয়ে গিয়েছে বলে জানান আব্বাস সিদ্দিকি। ২১ তারিখ সাংবাদিক বৈঠক করে নতুন দলের নাম ঘোষণা এবং আগামী দিনের কর্মসূচি জানিয়ে দেওয়া হবে বলে জানান পীরজাদা আব্বাস সিদ্দিকি।

আরও পড়ুন-বিক্ষোভের মুখে মুকুল রায়! ভাইরাল ভিডিও

Advt

Previous articleবিক্ষোভের মুখে মুকুল রায়! ভাইরাল ভিডিও
Next articleপ্ররোচনা ছড়িয়ে হিংসায় মদত, ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করল টুইটার