রাজ্য সরকারি কর্মীদের চলতি মাস থেকেই বাড়ছে DA

সরকারি কর্মীদের( state govt employees) মহার্ঘভাতা বা DA ঘোষণা করলো রাজ্য সরকার।

জানানো হয়েছে, ১ জানুয়ারি থেকে ৩% শতাংশ হারে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মাসিক ২ লক্ষ টাকার বেশি বেতন পান যাঁরা, তাঁদেরও DA-র আওতায় আনা হয়েছে৷

আরও পড়ুন : এই প্রথমবার নেতাজীর জন্মজয়ন্তীতে রাজ্যে আসতে পারেন মোদি

আরও পড়ুন : ফেক নিউজে নোবেল পাওয়া উচিত! নাম না করে অমিত মালব্যকে কটাক্ষ কাকলির

রাজ্য আগেই ঘোষণা করেছিলো ৩% হারে DA বাড়ানোর কথা৷ তবে তখন বলা হয়েছিলো, যারা ২ লক্ষ টাকা পর্যন্ত বেতন পান, তাঁরাই বর্ধিত DA পাবেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( CM Mamata Banerjee) তখন বলেছিলেন, অতিরিক্ত ২ হাজার ২০০ কোটি টাকা খরচ হবে৷ ২ লক্ষের বেশি বেতনপ্রাপ্তদের সংযুক্ত করায়, স্বাভাবিক ভাবেই খরচ আরও অনেকটাই বাড়বে।

Advt

Previous articleতৃতীয় টেস্টের তৃতীয় দিনে মিনি হাসপাতালে পরিণত ভারতীয় দল
Next articleপ্রয়াত গুজরাটের ৪ বারের মুখ্যমন্ত্রী মাধব সিং সোলাঙ্কি, শোক প্রকাশ মোদির