Saturday, August 23, 2025

করোনা যোদ্ধাদের জন্য ৩ কোটি ভ্যাকসিনের খরচ কেন্দ্র বহন করবে, ঘোষণা মোদির

Date:

Share post:

করোনা ভ্যাকসিন(Corona vaccine) বন্টন ইস্যুতে সোমবার দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী(Prime minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। ‌ সেই বৈঠকের পর এদিন ভার্চুয়াল বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন, টিকাকরণের প্রথম দফায় অগ্রাধিকার দেওয়া হবে দেশের ৩ কোটি স্বাস্থ্য, সাফাই ও পুলিশকর্মীদের।আর এই টিকাকরণের সমস্ত খরচ কেন্দ্রীয় সরকার বহন করবে। যদিও তারপর বাকিদের জন্য কি হবে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছুই জানাননি প্রধানমন্ত্রী।

ইতিমধ্যেই দুটি করোনা টিকাকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে লড়ছে কেন্দ্র-রাজ্য। বিশ্বের অন্য দেশের চেয়ে ভারতের পরিস্থিতি ভাল। পরিস্থিতি ভাল হলেও, দায়িত্বজ্ঞানহীন হলে হবে না।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনের পথে ভারত। ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনার টিকাকরণ শুরু হবে। যে ২টি ভ্যাকসিনে অনুমতি, দু’টিই মেড ইন ইন্ডিয়া। আরও ভ্যাকসিন এলে ভবিষ্যতে আরও পরিকল্পনা করা যাবে।‘ পাশাপাশি সকলকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যাবতীয় সতর্কতা অবলম্বন করা হবে। ভ্যাকসিনে যাবতীয় সতর্কতা নিয়েছেন বিজ্ঞানীরা। ভারতীয় ২টি ভ্যাকসিন বিশ্বের অন্য টিকার চেয়ে সস্তা।’

আরও পড়ুন:করোনা বিধি মেনেই শিলিগুড়িতে বিশ্ববাংলা শিল্প হাটে মেলা

পাশাপাশি প্রধানমন্ত্রী আরও জানান, ‘প্রথম দফায় করোনা ভ্যাকসিনের ৩ কোটি ডোজের খরচ কেন্দ্র বহন করবে। এক্ষেত্রে রাজ্যগুলিকে খরচ বহন করতে হবে না।’ যদিও এই ৩ কোটি পর সাধারণ মানুষ যখন ভ্যাকসিন নেবেন তার জন্য অর্থ ব্যয় করতে হবে কিনা সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছুই জানানো হয়নি। যদিও আগামী পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘টিকাকরণের তথ্য সঠিক সময়ে আপলোড করতে হবে। ভারত যা করছে, অনেক দেশ তা অনুসরণ করবে। পৃথিবীজুড়ে এখনো পর্যন্ত ৫০টি টিকাকরণ শুরু হলেও, পেয়েছেন মাত্র আড়াই কোটি। আগামী কয়েক মাসের মধ্যেই ভারত ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।’

এছাড়াও ভ্যাকসিন নিয়ে যাতে কোনরকম গুজব না ছড়ায় সে জন্য প্রতিটি রাজ্য কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের ৯টি রাজ্যে বার্ড ফ্লু ছড়ানো প্রসঙ্গেও এদিন উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিষয়টি নিয়ে যাতে কোনরকম গুজব না ছড়ায় তার জন্য স্থানীয় প্রশাসনকে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advt

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...