Wednesday, January 14, 2026

বার্ড ফ্লু’র হানা ৯ রাজ্যে, মানবদেহে সংক্রমণের আশঙ্কায় সতর্কবাতা কেন্দ্রের

Date:

Share post:

করোনাভাইরাসের পর সম্ভবত নতুন বিপদের মেঘ জমছে দেশের মাথায়৷

রবিবার ছিলো ৭ রাজ্যে, সোমবার হলো ৯ রাজ্য ৷ কেন্দ্রীয় সরকার ২৪ ঘন্টা আগে জানিয়েছিল দেশের ৭ রাজ্যে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু( BIRD FLU)। আর সোমবার সেই সংখ্যা দাঁড়িয়েছে ৯-এ। কেন্দ্রের তথ্য বলছে, ইতিমধ্যেই বার্ড ফ্লু’র কোপে পড়েছে দিল্লি, মুম্বই, হিমালয় প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্য প্রদেশ, গুজরাত, উত্তরপ্রদেশ, কেরল।
শুধু হরিয়ানাতেই এ পর্যন্ত ৪ লক্ষ পাখির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ওই রাজ্যের সরকার।

এদিকে, বিপদ এবং শঙ্কা শতগুণ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রের এক বার্তায়৷ বার্ড ফ্লু ভাইরাস মানবদেহে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র। পশুপালন দফতরকে ইতিমধ্যে সমন জারি করেছে কৃষি সংক্রান্ত সংসদের স্ট্যান্ডিং কমিটি।

◾কেরল, রাজস্থান, মধ্য প্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাত, উত্তরপ্রদেশে এই রোগ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। কেরল সরকার আলাদা গাইডলাইনও জারি করেছে।

◾বিশেষজ্ঞরা বলছেন, অ্যাভিয়ান ফ্লু বা বার্ড ফ্লু হয় অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে। সাধারণত পাখিদের শরীরেই এই ভাইরাস সংক্রমিত হয়।

◾হিমাচল প্রদেশে ভাইরাসের H5N1 স্ট্রেনের জন্যই এই ইনফ্লুয়েঞ্জা হয়েছে বলে জানা গিয়েছে।

◾H5N8 এর সংক্রমণ ছড়িয়ে পড়েছে কেরল, মধ্য প্রদেশ, রাজস্থানে।

◾H7N1, H8N1-এর জেরেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা আছে।

◾এই ভাইরাস পাখিদের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়াতে পারে।

◾পোল্ট্রি পাখিদের মধ্যে ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করে।

◾বিশেষজ্ঞদের মতে, কিছু বিশেষ ক্ষেত্রে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়াতে পারে।

◾H5N1 স্ট্রেন বহু আগে পাখি থেকে মানবদেহে ছড়িয়ে পড়েছিল।

◾১৯৯৬-৯৭ সালে হংকং এবং চিনে পাখি থেকে মানবদেহে ভাইরাস ছড়িয়ে পড়ে। মৃত্যুহারও ছিল অনেক বেশি। প্রতি ১৮ জনে মৃত্যু হয় ৬ জনের।

◾বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO জানিয়েছে, মানুষের বার্ড ফ্লু হওয়ার ঘটনা খুবই কম। কিন্তু সংক্রমণ হলে মৃত্যুহার ৬০ শতাংশ।

◾তবে একটি মানবদেহ থেকে অন্য মানবদেহে ছড়িয়ে পড়ার ঘটনা নেই বললেই চলে।

◾একমাত্র H5N1 স্ট্রেনই মানবদেহে সংক্রমিত হতে পারে।

◾বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০০৩ সালে ১৭ দেশে ৮৬২ জনের শরীরে ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটে। মৃত্যু হয় ৪৫৫ জনের।

◾গত বছর চিনে শেষ মানবদেহে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ে। তিন বছরের এক শিশুর শরীরে এই ভাইরাস পাওয়া যায়।

◾রাজস্থানের সিরোহি এবং সুরাট জেলায় কাক এবং বন্য পাখিদের মধ্যে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা দেখা দিয়েছে।

◾৮৬ কাকের মৃত্যু হয়েছে হিমাচল প্রদেশের কাঙরায়। নাহান, বিলাসপুর, মান্দিতে বহু পাখির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- মণীষীরা কারও একার সম্পত্তি নন: বিজেপির নাম না করে কটাক্ষ মমতার

Advt

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...