Tuesday, May 13, 2025

শিলিগুড়িতে মঙ্গলে দিলীপের সভা, শেষে অনুমতি দিল পুরসভা-প্রশাসন

Date:

Share post:

প্রথমে রাজি না হলেও শেষ মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সভার জন্য বাঘাযতীন পার্ক (Baghajatin Park) ব্যবহারের অনুমতি দিল শিলিগুড়ি (Siliguri) পুরসভা ও পুলিশ। সব ঠিক থাকলে মঙ্গলবার দুপুরে বাঘাযতীন পার্কের ওই জনসভায় হাজির থাকবেন দিলীপ ঘোষ-সহ বিজেপির একাধিক প্রথম সারির নেতা। বিজেপি সূত্রের খবর, ওই সভায় তৃণমূল, সিপিআইএম (Cpim) এবং কংগ্রেস (Congress) ছেড়ে অন্তত ১০ জন মাঝারি মাপের নেতা ও কয়েকশো কর্মী-সমর্থক বিজেপিতে যোগ দেবেন। তবে এ যাত্রায শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) শিলিগুড়িতে আসছেন না।

বিজেপির জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল রীতিমতো একটি তালিকা নিয়ে ঘুরছেন। যাতে কোন এলাকা থেকে কতজন বিজেপিতে যোগ দিচ্ছেন সেই হিসেব রয়েছে। যদিও বিজেপির দার্জিলিং (Darjeeling) জেলা সমতলের সভাপতি জানিয়ে দিয়েছে, বাঘাযতীন পার্কের সভায় রাজ্য সভাপতির উপস্থিতিতে অনেকেই বিজেপিতে যোগ দেওয়ারা ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তবে শেষ পর্যন্ত কতজন বিজেপিতে যোগ দেবেন বলে চূড়ান্ত হয়েছে তা অবশ্য স্পষ্ট নয়।

বিজেপি সূত্রে খবর, এক সপ্তাহ আগেই বাঘা যতীন পার্ক ব্যবহারের জন্য অনুমতি চাইলেও পুরসভা তা দিতে চায়নি। সে সময়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অনুষ্ঠান হবে বলে জানানো হয়। ঘটনাচক্রে, সোমবার সেই সরকারি প্রদর্শনী শেষ হয়েছে। তাতেই বিজেপিকে বাঘা যতীন পার্কে সভা করার অনুমতি দিয়েছে পুরসভা।
বাঘ যতীন পার্ক ও লাগোয়া এলাকায় অবশ্য বেশি জমায়েতের জায়গা নেই। লোকালয়ের মধ্যে অবস্থিত ওই ছোট্ট পার্কে বড়জোর হাজার পাঁচেক লোক স্বচ্ছন্দে বসতে পারেন। আশেপাশের জায়গা মিলিয়ে মেরেকেটে ৭-৮ হাজার লোকের জমায়েত ওই এলাকায় করা সম্ভব। যদিও বিজেপির সমালোচকদের বক্তব্য, শিলিগুড়ি শহরে বিজেপির সংগঠনের লোকবল কত তা বাঘা যতীন পার্কে রাজ্য সভাপতির সভার আয়োজন থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে।

আরও পড়ুন- নয়া কমিটিতে পদ মেলেনি, দলের বিরুদ্ধে ক্ষোভ কোচবিহারের তৃণমূল নেতার

Advt

spot_img

Related articles

সোপিয়ানে জঙ্গিদের খোঁজে পুলিশ-যৌথ বাহিনীর তল্লাশি, চলল গুলি!

জঙ্গি হামলার (Terrorist attack) আবহে উপত্যকায় ফের উত্তেজনা। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের জঙ্গলে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালানোর সময়...

যাত্রী নিরাপত্তায় সতর্ক এয়ার ইন্ডিয়া- ইন্ডিগো, মঙ্গলে সাত বিমানবন্দরে উড়ান বন্ধ

সংঘর্ষ বিরতির (Ceasefire) আবহে বারবার সীমান্তে ড্রোন হামলার চেষ্টা করে চলেছে পাকিস্তান (Pakistan)। তাই আকাশপথে বিমান পরিষেবায় বাড়তি...

স্বাভাবিকের পথে উপত্যকা, তবু কাটছে না আতঙ্ক!

পহেলগাম হামলা থেকে অপারেশন সিন্দুর (Operation Sindoor), কখনও সীমান্তে গোলাগুলি আবার কখনও আকাশপথে ড্রোন কিংবা মিসাইল হামলায় ত্রস্ত...

আজই বর্ষার আগমন! তাপপ্রবাহের মাঝে বড় আপডেট দিল মৌসম ভবন 

গরমে হাঁসফাঁস রাজ্যবাসীকে খানিকটা স্বস্তি দিয়ে দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছে গোটা বৈশাখ জুড়ে। বাংলা নববর্ষের প্রথম মাসের...