Wednesday, August 27, 2025

বাংলাকে বাঁচাতে তৃণমূলে এবার ডালমিয়া ঘনিষ্ঠ ক্রিকেটকর্তা বিশ্বরূপ

Date:

Share post:

বাংলায় বিধানসভা (Assembly Election) ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে। তার আগে রাজনৈতিক দলগুলি একের পর এক চমক দিচ্ছে। এবার তৃণমূলে (TMC) যোগদান করলেন সিএবি’র (CAB) প্রাক্তন সচিব তথা জগমোহন ডালমিয়া (Jagmohan Dalmiya) ঘনিষ্ঠ ক্রিকেটকর্তা (Cricket Administrator) বিশ্বরূপ দে (Biswaroop Dey)। শুধু যোগদানই নয়, হাইভোল্টেজ ভোটে প্রার্থী হতে পারেন বিশ্বরূপ। এতদিন সকলে বিশ্বরূপকে দক্ষ ক্রীড়া প্রশাসক ও সমাজসেবী হিসেবেই চিনতেন, এবার সরাসরি রাজনীতিতে নাম লেখালেন তিনি। স্বচ্ছ ভাবমূর্তির বিশ্বরূপের শাসক শিবিরে যোগদান ও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আজ, বুধবার তৃণমূল ভবনে সিএবির প্রাক্তন সচিবের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Subhendu Sekhar Roy) এবং লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। যোগদানের পরই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করেন বিশ্বরূপ। তাঁর কথায়, “আমি টিম স্পিরিটে বিশ্বাস করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম স্পিরিট দেখেই তৃণমূলে যোগ। স্পিরিট আছে বলেই ভারতীয় ক্রিকেট বেঁচে আছে। বাংলায় তৃণমূল নেত্রী সেই স্পিরিট নিয়ে লড়াই করছেন। বাংলাকে বাঁচাতে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত থেকে ম্যাচ জেতাব।”

এখানেই শেষ নয়। সুবক্তা বলে পরিচিত বিশ্বরূপ বিজেপি নেতৃত্ব একহাত নেন। তিনি বলেন, “যেভাবে মোদি-অমিত শাহ-ইডি-রাজ্যপালকে সামলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর একমাত্র তুলনা করা যায় গাভাস্কারের সঙ্গে। তাঁর সেই স্পিরিট দেখে তৃণমূলে যোগ দিলাম।”

এদিন নেতাজির অন্তর্ধান রহস্য সংক্রান্ত ফাইল প্রকাশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিশ্বরূপ। তাঁর স্পষ্ট অভিযোগ, নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশে কেন্দ্র সরকারের অনীহা রয়েছে। তাই ধাপে ধাপে মাত্র ২০০টি ফাইল প্রকাশ করেছে তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার জন্য বারেবারে কেন্দ্র কে অনুরোধ করেও ফল হয়নি বলেও মনে করেন বিশ্বরূপ।

আরও পড়ুন-‘শত্রুতা’ ভুলে ৬ প্রতিবেশী দেশকে আজ করোনা টিকা উপহার ভারতের

Advt

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...