Saturday, January 10, 2026

সীমান্ত সংঘাত আরও জোরালো, অরুণাচলে চিনা গ্রাম নিয়ে এবার বিবৃতি বেজিংয়ের

Date:

Share post:

উত্তর-পূর্বে লাদাখ সীমান্তকে(Ladakh border) কেন্দ্র করে ভারত-চিন সংঘর্ষ যখন প্রবল আকার নিয়েছে, ঠিক সেই সময় এক স্যাটেলাইট চিত্র(satellite image) দাবি করছে অরুণাচলের(Arunachal) ভিতরে গ্রাম বানিয়েছে চিন। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে যখন জল্পনা প্রবল আকার নিয়েছে ঠিক সেই সময়ে বিবৃতি পেশ করল চিনের বিদেশমন্ত্রক। চিনে তরফে বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘নিজেদের এলাকাতেই গ্রাম গড়েছে তারা।’

চিনা বিদেশ মন্ত্রকের মুখাপাত্র হুয়া চুনিং এদিন একটি বিবৃতিতে বলেন, ‘চিন-ভারত সীমান্তের পূর্ব অংশে জাংনাম অঞ্চল নিয়ে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। আমরা মনে করি না যে অরুণাচল প্রদেশে বেআইনিভাবে কিছু করা হয়েছে। নিজেদের জমিতে নির্মাণকাজ কোনওভাবেই বেআইনি হতে পারে না।’ এদিকে নিঃশব্দে চিনের এই সীমান্ত আগ্রাসনকে ভারত যে কখনওই ভালোভাবে নিচ্ছে না তা বুঝিয়ে দিতে তৎপর হয়ে উঠেছে নয়াদিল্লি। দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে অরুণাচল প্রদেশের ওই অংশের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি চিনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:ফের অসুস্থ লালুপ্রসাদ, স্থানান্তরিত হাসপাতালে

উল্লেখ্য, সম্প্রতি এক স্যাটেলাইট চিত্রে দেখা যায় ভারতের অন্দরে অরুণাচলে আস্ত গ্রাম তৈরি করেছে চিন সেনা। চিনের তৈরি ওই গ্রামে ১০১টি বাড়ি তৈরি হয়েছে। এনডিটিভি তরফে দাবি করা হয়েছে, ওই স্যাটেলাইট চিত্রটি ১ নভেম্বর ২০২০ সালে নেওয়া। শুধু তাই না বিশেষজ্ঞদের দাবি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ৪.৫ কিমি ভিতরে অবস্থিত এই গ্রাম। গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পর যখন জাতীয় রাজনীতিতে প্রবল জলঘোলা শুরু হয়েছে ঠিক সেই সময়ই এবার ‘বেপরোয়া’ বিবৃতি দিল চিন।

Advt

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...