Wednesday, November 5, 2025

নাথুলায় লাল ফৌজের সঙ্গে হাতাহাতি, অনুপ্রবেশ রুখলেন ভারতীয় জওয়ানরা

Date:

Share post:

মাত্র একদিন পরেই সাধারণতন্ত্র দিবস (Republic Day)। আর তার আগেই ফের সীমান্তে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করল চিন। দু’দেশের সেনা জওয়ানদের মধ্যে কার্যত হাতাহাতি চলল বেশ কিছুক্ষণ ধরে। সেনা সূত্রে জানা গিয়েছে, লাদাখ-গালওয়ানের পর এবার উত্তর সিকিমের (North Sikkim) নাথু-লা সীমান্ত দিয়ে এদেশে ঢোকার চেষ্টা করেছিল পিপলস লিবারেশন আর্মির( PLA) সেনারা। তাদের পথ রুখে দাঁড়ায় ভারতীয় জওয়ানরা। রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে।  তবে শেষ পর্যন্ত ভারতীয় সেনাত তৎপরতায়  একেবারেই ভেস্তে গিয়েছে চিন সেনার অনুপ্রবেশের প্রচেষ্টা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

গত বছরের মার্চ মাস থেকে পূর্ব লাদাখে চলছে চিনা ফৌজের আগ্রাসী পদক্ষেপ। পাল্টা কৌশল  হিসেবে গুরুত্বপূর্ণ কয়েকটি পাহাড় চূড়া দখল করে নিয়েছিল ভারতীয় সেনাবাহিনীও। ইতিমধ্যে সীমান্তে সংঘাত এড়াতে ও বিতর্কিত অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের উদ্দেশে ভারত ও চিন সেনার মধ্যে কোর কমান্ডার স্তরের আট দফা আলোচনা হয়েছে। কিন্তু রফাসূত্র মেলেনি। আর নবম বৈঠকের আবহেই ফের এভাবে অনুপ্রবেশের চেষ্টা চালাল চিনা সেনা। এদিকে, সীমান্ত সংঘাত নিয়ে ভারত-চিন নবম দফার বৈঠকেও মিলল না স্পষ্ট রফাসূত্র। এদিন ১৫ ঘণ্টার ম্যারাথন বৈঠকে চিনকে পূর্ব লাদাখে আগ্রাসন থেকে বিরত থাকতে বলা হয়। সীমান্ত থেকে চিনা সেনাকে পুরোপুরি প্রত্যাহারের দাবিও জানান ভারতীয় সেনা আধিকারিকরা। পাশাপাশি লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা  এলওসি (LOC) বরাবর বেশ কিছু জায়গা নিয়ে যে সমস্যা চলছে, সেগুলো নিয়ে পুনরায় পর্যালোচনার কথাও বলা হয়। রবিবার সকাল এগারোটা নাগাদ  চিনের সেনা দপ্তরে বৈঠক বসেছিল। যা শেষ হয় সোমবার মাঝরাত পর্যন্ত, প্রায় আড়াইটে নাগাদ। ওই বৈঠকেই চিনকে স্পষ্টভাবে সেনা প্রত্যাহার করতে বলা হয়।

Advt

spot_img

Related articles

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...