প্রজাতন্ত্র দিবসে লালকেল্লার(Lal kila) ঘটনার পর শুক্রবার ফের একবার উত্তপ্ত হয়ে উঠল সিংঘু সীমান্ত(singhu border)। শুক্রবার দুপুরে কৃষকদের ওপর পাথর ছোড়ার পাশাপাশি তাদের তাঁবু ছিড়ে ফেলে একদল যুবক। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠলো সিংঘু সীমান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হল পুলিশকে। কৃষকদের(Farmer) উপরে দিন যারা হামলা চালায় তাদের দাবি তারা স্থানীয় বাসিন্দা।

#WATCH: Delhi Police baton charges and uses tear gas shells to control the situation at Singhu border where farmers are protesting against #FarmLaws
A group of people claiming to be locals were also protesting at the site demanding that the area be vacated. pic.twitter.com/mF62LNB87j
— ANI (@ANI) January 29, 2021
আরও পড়ুন:কৃষক আন্দোলন: শশী থারুর সহ ৭জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ যোগীর পুলিশের
জানা গিয়েছে শুক্রবার দুপুর নাগাদ একদল যুবক সিংঘু সীমান্তে এসে উপস্থিত হয়। নিজেদের স্থানীয় বাসিন্দা বলে দাবি করে তারা জানায় অবিলম্বে আন্দোলন স্থল খালি করে দেওয়ার জন্য। বিক্ষোভকারী কৃষকদের উদ্দেশ্যে তারা স্লোগান দেয় ‘খালিস্থান মুর্দাবাদ’, ‘তিরঙ্গার অপমান সইবে না হিন্দুস্থান।’এই ঘটনাকে কেন্দ্র করে কৃষকদের সঙ্গে বচসা বাধে অজ্ঞাতপরিচয় ওই যুবকদের। কৃষকদের অভিযোগ সকাল থেকেই স্থানীয় বাসিন্দার নাম করে ওই ব্যক্তিরা তাদের ওপর চড়াও হন। ইট পাথর ছোড়ার পাশাপাশি তাদের তাঁবুও ছিড়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ ও সশস্ত্র বাহিনী। ব্যারিকেড ভেঙে কৃষকদের ওপর ছড়া হওয়ার চেষ্টা করলে বাধ্য হয়ে লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস ব্যবহার করে পুলিশ। পুলিশ, উত্তেজিত জনতা ও কৃষকদের সংঘর্ষের জেরে এক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
