Sunday, November 9, 2025

দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

Date:

Share post:

ভয়াবহ আগুন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন বাজারে। ভস্মীভূত ১০০-১৫০ টি দোকান। প্রাথমিকভাবে স্থানীয় দোকানদাররা আগুন নেভানোর চেষ্টা করে, তাতে কোনও কাজ না হলে খবর দেওয়া হয় দমকলে। এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর নেই। ক্ষতির মুখে ব্যবসায়ীরা।

শুক্রবার রাত দুটো নাগাদ দমদম ক্যান্টনমেন্টে সুভাষ নগর স্টেশন সংলগ্ন বাজারে বিধ্বংসী আগুন লাগে। আগুন লাগার খবর জানতে পেরে স্থানীয় দোকানদাররা খবর দেয় দমকলে। প্রাথমিকভাবে দমকলের চারটি ইঞ্জিন পাঠানো হয়। কিন্তু তাতে আগুন নেভেনি। উত্তুরে হাওয়ার দাপটে ঘিঞ্জি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহীন শিখা। একের পর এক দোকান পুড়ে ছাই হয়। তারইমধ্যে বাজার থেকে বিকট শব্দ হয়। দমকলের অনুমান, সম্ভবত একাধিক সিলিন্ডার ফেটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে আরও পাঁচটি ইঞ্জিন পাঠানো হয়। ন’টি ইঞ্জিনের চেষ্টায় আড়াই ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় এক দোকানদার জানান, রাতে ঘুমাচ্ছিলেন। আচমকা বুঝতে পারেন যে আগুন লেগে গিয়েছে। প্রাণ বাঁচাতে কোনওক্রমে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কিন্তু যাবতীয় সামগ্রী, নথিপত্র সবকিছু গ্রাস করেছে আগুন। কার্যত নিঃস্ব অবস্থায় আছেন। পায়ে জুতোও নেই। তা ভস্মীভূত ঘরে থেকে গিয়েছে। দমকলের তরফে জানানো হয়েছে, রাত দুটো নাগাদ দমকলের কাছে ফোন আসে। খবর দেওয়া হয় দমকল এবং বরাহনগরে। কিন্তু বাজারের রাস্তা এতটাই সরু যে দমকলের গাড়ি নিয়ে আসতে রীতিমতো হিমশিম খেতে হয়। সঙ্গে উত্তুরে হাওয়ায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। পরে ন’টি ইঞ্জিন নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।

আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রাক্তন পুরপিতা ধনঞ্জয় মজুমদার। তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। জানান সরকারি তরফ থেকে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিপূরণের যতটা সহযোগিতা করা যায় সেটা তিনি চেষ্টা করবেন।

আরও পড়ুন-দিল্লির ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণে চাঞ্চল্য

Advt

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...