Thursday, August 21, 2025

রিহানাদের সমর্থন এবং সচিন-সৌরভদের বিরুদ্ধে মুখ খুললেন তাদেরই সতীর্থ

Date:

Share post:

কৃষক আন্দোলনকে(farmer protest) কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। কৃষকদের বিরুদ্ধে ভারত সরকারের কড়া পদক্ষেপের বিরোধিতায় সরব আন্তর্জাতিক মহল। টুইট করে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক পপ তারকা রিহানা, পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ(greta thunberg)। এর পরই রিহানাদের মন্তব্যের তীব্র বিরোধিতা করে টুইট করেন সচিন-সৌরভ বিরাট কোহলি ধরে মত ক্রীড়া ব্যক্তিত্বরা। অবশ্য তাদের ঠিক বিপরীত পথে হেঁটে রিহানার(Rihana) মন্তব্যকে সমর্থন করলেন সচিন-সৌরভের সতীর্থ ইরফান পাঠান(Irfan pathan)। সব মিলিয়ে নতুন করে জলঘোলা হতে শুরু করল পরিস্থিতি।

ভারতের লাগাতার কৃষক আন্দোলনের জেরে রিহানা, গ্রেটা থুনবার্গের মত ব্যক্তিত্বদের ট্যুইটের পর বুধবার সন্ধ্যায় টুইট করে সচিন টেন্ডুলকর লেখেন, ‘ভারতের সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপোস করা যায় না৷ বহির্বিশ্ব দর্শক হতে পারে, কিন্তু এর অংশ হতে পারে না৷ ভারতীয়রা ভারতকে যথেষ্ট ভাল ভাবে জানে এবং তাঁরাই ভারতের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে৷ আসুন দেশ হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকি৷ সচিনের সেই টুইট রিটুইট করেছেন সৌরভ গাঙ্গুলী সহ আরো একাধিক ক্রিকেটার। এরপরই তাঁদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন নেটিজেনরা। তবে দেশের জনপ্রিয় ক্রীড়াব্যক্তিত্বদের বিরুদ্ধে গিয়ে পাল্টা টুইট করতে দেখা যায় ইরফান পাঠানকে। টুইটে তিনি লেখেন, ‘যখন আমেরিকা যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডকে একজন পুলিশকর্মী নির্মমভাবে হত্যা করেছিলেন তখন আমাদের দেশ নিজেদের দুঃখ প্রকাশ করেছিল’।

আরও পড়ুন:জোড়াবাগান কাণ্ড: নাবালিকার পাকস্থলিতে বিরিয়ানি-চিপস, পুলিশের নজরে দারোয়ান

পাঠানের এই মন্তব্যে সরাসরি কৃষক আন্দোলনের বিষয়টি না থাকলেও ঘুরিয়ে কান ধরার মতো কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন তিনি এমনটাই মত বিশেষজ্ঞদের। পাশাপাশি ভারতীয় কৃষকদের পাশে থাকা রিহানাদের সমর্থন জানিয়েছেন তিনি। অবশ্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোই যে বার্তা বিদেশ মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে তার বিপরীতে ইতিমধ্যে একাধিক যুক্তি উঠে এসেছে। তার মধ্যে অন্যতম মার্কিন নির্বাচনের সময় আমেরিকায় গিয়ে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা। পাশাপাশি আমেরিকার ক্যাপিটাল হিল হিংসাত্মক ঘটনার সময় ভারতের প্রধানমন্ত্রীর টুইট। সব মিলিয়ে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে রীতিমতো দ্বিধা বিভক্ত পরিস্থিতি তৈরি হয়েছে দেশের অন্দরে।

Advt

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...