Friday, November 14, 2025

আজ ১৬তম বিধানসভার শেষ অধিবেশন, বাজেট বিতর্কের জবাবি ভাষণ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ সোমবার শেষ হতে চলেছে ১৬তম রাজ্য বিধানসভার (Assembly) শেষ অধিবেশনের শেষ দিন। পাঁচবছর আগে ২০১৬ সালে বিধানসভা ভোটের পর ১৬তম বিধানসভা গঠিত হয়েছিল। একুশে ফের বিধানসভা ভোট (Assembly Election) সেই নির্বাচনে নতুন সরকার গঠিত হওয়ার পর ফের ১৭তম বিধানসভা গঠিত হবে। এবং অধিবেশন শুরু হবে।

বিধানসভা সূত্রে খবর, আজ চলতি বিধানসভার শেষ অধিবেশনের শেষ দিনে বাজেটের (Budget) বা ভোট অন অ্যাকাউন্টস (Vote On Accounts) উপর বিতর্কের জবাবি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী ( CM) মমতা বন্দ্যেপাধ্যায় (Mamata Banerjee)। অর্থমন্ত্রী (Finance Minister) অমিত মিত্র (Amit Mitra) অসুস্থ থাকায় গত শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী। গত, শনিবার বাজেটের উপর বিতর্ক হয়েছে। সোমবারও বিতর্ক হবে এবং মুখ্যমন্ত্রী জবাবি ভাষণ দেবেন। কয়েকটি অর্থ বিল এদিন বিধানসভায় পাশ করানো হবে। আগামী আর্থিক বছরের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত সরকারি খরচ চালানোর জন্য ভোট অন অ্যাকাউন্টস বিধানসভায় পাশ করানো হবে।

উল্লেখ্য, বিধানসভার প্রতি অধিবেশন শেষ হওয়ার সময় প্রথা মেনে ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবের উপর বিভিন্ন দলের পরিষদীয় নেতারা বক্তব্য রাখেন। চলতি বিধানসভার শেষ অধিবেশন হওয়ায় এই আলোচনা অন্য মাত্রা নিতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বিধানসভার সর্বশেষ অধিবেশনের শেষে সব বিধায়কের একসঙ্গে লনে দাঁড়িয়ে ছবি তোলার প্রথাও রয়েছে।

প্রসঙ্গত, চলতি বিধানসভার শেষ অধিবেশনটি একটু অন্যরকম। ১৯৮৪ সালে বাম জমানায় জ্যোতি বসুর পর এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী বাজেট পেশ করলেন। বছরের প্রথম বিধানসভার অধিবেশনটির শুরুতে রাজ্যপাল ভাষণ দেন। এবার সেটাও হয়নি। এই বিষয়ে বিতর্ক তৈরি হওয়ায় বিধানসভার স্পিকার (Speakers)বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banarjee) বক্তব্য ছিল, এটি বছরের প্রথম অধিবেশন নয়। গত বছর সেপ্টেম্বর মাসে যে অধিবেশনটি অনিদির্ষ্টকালের জন্য স্থগিত করা হয়, সেটি চালু করা হয়েছে মাত্র।

 

spot_img

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...