Saturday, August 23, 2025

আসছেন শাহ, কোমর বেঁধে ময়দানে কোচবিহার বিজেপি

Date:

Share post:

সাজসাজ রব কোচবিহারে। বৃহস্পতিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। কোচবিহারের রাসমেলার ময়দান থেকে বৃহস্পতিবার বিজেপির চতুর্থ রথটির উদ্বোধন করবেন অমিত শাহ(Amit Shah)। এর আগেই নবদ্বীপ, তারাপীঠ এবং ঝাড়গ্রাম এই তিনটি জায়গা থেকে বিজেপির রথ-গাড়ির উদ্বোধন করেছেন জে পি নাড্ডা(J P Nadda)। বিজেপির দাবি(BJP), ইতিমধ্যেই কোচবিহারে রথযাত্রার জন্য পুলিশের অনুমতি মিলেছে। মেলার মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এসে গিয়েছে বিজেপির(BJP) পরিবর্তন যাত্রার রথগাড়িটিও। গোটা কোচবিহার শহর মুড়ে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদি(Narendra Modi), অমিত শাহ(Amit Shah), জে পি নাড্ডাদের(J P Nadda) পোস্টারে। গেরুয়া শিবির সূত্রে খবর, অমিত শাহের পরিবর্তন যাত্রা কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ঘুরে মালদায় শেষ হবে।

কর্মসূচি অনুযায়ী, সকালে বিমানে অসম থেকে কোচবিহারে আসবেন শাহ। সেখান থেকে চলে যাবেন মদনমোহন মন্দিরে। সেখান পুজো দিয়ে যাবেন রাসমেলার মাঠে। রাসমেলা মাঠেই তৈরি হয়েছে অস্থায়ী সভা মঞ্চ। এই সভা মঞ্চ থেকেই পতাকা নাড়িয়ে পরিবর্তন যাত্রার কোচবিহার থেকে সূচনা হবে। নির্বাচনের আগে অমিত শাহ কোচবিহারে এসে দলের মনোবল বাড়াতে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এই মাটিতেই পরিবর্তন যাত্রার সূচনায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বিধায়ক মিহির গোস্বামী বলেন তিনি আপ্লুত। বিজেপি দলে যোগদানের পরেও অমিত শাহের সঙ্গে দিল্লিতে দেখা করেছিলেন। এবারে অমিত শাহ কোচবিহারে আসছেন। বিজেপি কর্মীরাও উচ্ছ্বসিত সফরকে ঘিরে কেন্দ্রীয় মন্ত্রীর সফরকে ঘিরে। জানা গেছে কোচবিহার সফরের আগে অমিত শাহ যাবেন অসমের চিরাঙে। গ্রেটার সংগঠনের নেতা অনন্ত মহারাজের সাথে সেখানে আলোচনা করবেন। এরপরই বিমানে কোচবিহারের জন্য রওনা হবেন অমিত শাহ।

অনন্ত মহারাজ এদিন বলেন তিনি খুব খুশি, তার বাড়িতে অমিত শাহ আসছেন । জানা গেছে ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীরা অনন্ত মহারাজের বাড়ির চারদিকে ঘিরে ফেলেছেন। এ রাজ্যের নির্বাচনে উত্তরবঙ্গের রাজবংশী ভোট টানতে মরিয়া বিজেপি। গ্রেটার সংগঠনের নেতা অনন্ত মহারাজ এর সাথে কথা বলতে তার বাড়িতে অমিত শাহের যাওয়া তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

যদিও বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই সফরকে কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি এদিন বলেন, অমিত শাহরা হলেন ভোট পাখি । ২০১৯ সালের নির্বাচনে এই কেন্দ্রীয় নেতারা এসেছিলেন। মানুষকে ভুল বুঝিয়ে ভোটে জিতেছেন। এরপর আর আসেননি। কোনো প্রতিশ্রুতি রক্ষা করেন নি। এবারে বিধানসভা নির্বাচনের আগে আবার আসছেন। এতে কোনো লাভ হবে না। এই র‍থযাত্রাই বিজেপির শেষ যাত্রা হবে।

আরও পড়ুন- ‘পচা আম দলে নিতে এত উৎসাহ কেন তৃণমূলের?’ জল্পনার জবাব সুনীল সিংয়ের

Advt

spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...