চেন্নাইয়ের ( chennai) মাটিতে ইংল্যান্ডের( england) বিরুদ্ধে দুরন্ত শতরান করলেন রোহিত শর্মা( rohit sharma)। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম শতরান এটি। টেস্ট ক্রিকেটে সপ্তম শতরান হিট ম্যানের।

আইপিএলের(ipl) পর চোট সারিয়ে অস্ট্রেলিয়ার( Australia ) বিরুদ্ধে দলে ফিরলেও, রান পাচ্ছিলেন না রোহিত। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ব্যর্থ হন হিট ম্যান। অবশেষে দ্বিতীয় টেস্টে শান্তি। চেন্নাইয়ের মাটিতে শতরান করলেন রোহিত।


৩৬তম টেস্ট খেলছেন রোহিত। এখনও অবধি বেশিরভাগ শতরানই এসেছে দেশের মাটিতে। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিশতরানও রয়েছে তাঁর। ৮ বছর আগে কলকাতায় টেস্ট অভিষেক ঘটে রোহিতের।

আরও পড়ুন:দ্বিতীয় টেস্টে মাঠে ফিরল দর্শক, বাজল ব্যান্ড

