বিদেশে টাকা পাচারের অভিযোগে পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে নোটিস দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মেট্রো ডেয়ারি মামলায় প্রিয়দর্শিনী ইডি-র নজরে রয়েছেন।

ইডি-র তদন্তকারী আধিকারিকদের দাবি, গত কয়েক বছর ধরে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দার একাধিক বার বিদেশে গিয়েছেন। সেই সূত্রেই বিদেশে টাকা পাচার হয়েছে বলে অভিযোগ তুলেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সম্প্রতি প্রিয়দর্শিনীকে নোটিস দিয়ে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে। জানা গিয়েছে, প্রিয়দর্শিনীর বাড়িতে গিয়েই তাঁকে নোটিস ধরানো হয়েছে।

আরও পড়ুন-মঙ্গলবার সিবিআইকেই বাড়িতে ডাকলেন অভিষেকের স্ত্রী

ইডি সূত্রে খবর, প্রিয়দর্শিনীর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের উপরেও নজরদারি চালানো হচ্ছে। চলতি সপ্তাহেই প্রিয়দর্শিনীকে তদন্তকারী আধিকারীদের মুখোমুখি হওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা।
