Tuesday, November 11, 2025

ভোটের মুশকিল আসানে ময়দানে নামছেন ‘জয় বাবা ভোটনাথ’

Date:

Share post:

জঙ্গলমহলের ভোটারদের বুথমুখী করতে নয়া উদ্যোগ। বাঁকুড়া–পুরুলিয়া–সহ অন্যান্য গ্রামীণ এলাকায় এবার ভোটের ময়দানে নামছে নির্বাচনী ম্যাসকট ‘জয় বাবা ভোটনাথ’!  প্রখ্যাত পরিচালক প্রয়াত সত্যজিৎ রায়ের (Satyajit Ray) জন্মশতবর্ষ। তাছাড়া এই পুরুলিয়ায় তাঁর একের পর এক সিনেমার শুটিংয়ের ইতিহাস রয়েছে। আর তাই এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে তাঁর ছবি জয় বাবা ফেলুনাথের অনুকরণে তৈরি হয়েছে এই বিশেষ মাসকটটি। অভিনব এই উদ্যোগকে বাহবা জানিয়েছে নির্বাচন কমিশনও।

সত্যজিৎ রায়ের ফেলুদা যেমন সব কাজের মুশকিল আসান ছিলেন। ঠিক তেমনভাবেই পুরুলিয়ায় নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য–তালাশ ভোটারদের জানিয়ে ‘ভোটনাথ’ নির্বাচনের সমস্থ মুশকিল আসান করে ফেলুনাথের ভূমিকা পালন করবেন। পাশাপাশি করোনার স্বাস্থ্যবিধিও মেনে চলছেন তিনি। তাই মাস্ক পড়েই কাজ করবেন এই ‘ভোটনাথ’। পুরুলিয়া জেলা পরিষদের সভা কক্ষে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক অভিজিৎ মুখোপাধ্যায় ‘ভোটনাথে’র আবরণ উন্মোচন করে একটি ভিডিও প্রকাশ করেন। সভা কক্ষেই মঞ্চস্থ হয় ‘জয় বাবা ভোটনাথে’র নাটকও। এদিন এই অনুষ্ঠানে ছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো।

এদিন জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “পুরুলিয়ায় একেবারে নির্বিঘ্নে, সুষ্ঠুভাবে নির্বাচন করার চ্যালেঞ্জ নিয়েছি আমরা। আর সেই চ্যালেঞ্জের সঙ্গী আমাদের ম্যাসকট জয় বাবা ভোটনাথ। ভোটারদের অভয় দিয়ে তিনি সকলকে বুথমুখী করবেন।” সোমবার থেকেই মুখে মাস্ক পড়ে পুরুলিয়ার হাটে-বাজারে, মেঠোপথে, পাহাড়ি রাস্তায় দেখা মিলবে তাঁর। সেইসঙ্গে থাকবেন জটায়ু এমনকি ফেলুদার অ্যাসিস্ট্যান্ট তোপসেও। জেলা নির্বাচন সেলের এমন ভাবনায় এবং জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় এই ম্যাসকট পুরুলিয়ার ভোটের বাজারে পা রাখছে। জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের আধিকারিক পল্লব পাল বলেন, “প্রয়াত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের এবার জন্মশতবর্ষ। একাধিক ছবির শুটিং হয়েছে পুরুলিয়ায় । সেই কথা মাথায় রেখেই জয় বাবা ফেলুনাথের আদলে ‘জয় বাবা ভোটনাথ’ ম্যাসকটকে সামনে এনেছি।”

Advt

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...