Friday, November 14, 2025

এবার বেসুরো সুর সাঁকরাইলের তৃণমূল বিধায়কের গলায়

Date:

Share post:

এবার বেসুরো হাওড়ার সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার। সোমবার বিধায়কদের দলীয় প্রেস কনফারেন্সের জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, তৃণমূলের এই নতুন স্লোগান-নির্ভর কর্মসূচি নিয়ে সোমবার জেলার নেতৃত্ব বৈঠকে বসেছিলেন। সেখানেই দলের বিরুদ্ধে কথা বলেন শীতল সর্দার। জেলার বিভিন্ন অনুষ্ঠান, ডুমুরজলার মহাসভা, মিছিল– কোনও অনুষ্ঠানের দলের বর্ষীয়ান বিধায়ককে ডাকা হয়নি বলে দাবি করেছেন তিনি। সেই মিছিলগুলিতে বিধায়করা থাকা সত্ত্বেও তাঁকে ডাকা হয়নি বলে দুঃখপ্রকাশ করেছেন বিধায়ক ।
যদিও জেলা নেতৃত্ব তাঁর অভিযোগকে উড়িয়ে দিয়েছে।
এই বিষয়ে হাওড়া জেলার মন্ত্রী ও জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় বলেছেন, ‘সাঁকরাইল যেহেতু গ্রামীণ এলাকার মধ্যে পড়ে তাই হয়তো তাঁকে ডাকা হয়নি। তিনি গ্রামীণ কমিটিতে রয়েছেন। তাঁকে সব অনুষ্ঠানেই ডাকা হয়। এই অভিযোগগুলি ঠিক না। উনি কেন এমন বলছেন তা জানি না। আমি এ বিষয়ে কথা বলব ওঁর সঙ্গে।’
জানা গিয়েছে , ডুমুরজলা মহাসভায় গ্রামীণ অঞ্চলের একাধিক বিধায়ক অংশ নিয়েছিলেন। সমীর পাঁজা, নির্মল মাজির মতো অনেকেই ছিলেন সেই অনুষ্ঠানে। কিন্তু সেখানেই ডাক পাননি শীতল সর্দারের মতো বর্ষীয়ান বিধায়ক। এবং গ্রামীণ সভাপতি হীরক রায়কেও ডাকা হয়নি বলে অভিযোগ। শীতল সর্দার মিটিংয়ে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছিলেন।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...