Wednesday, August 27, 2025

নারী ক্ষমতায়নের বার্তা নিয়ে মোদির ব্রিগেডের পরদিনই আন্তর্জাতিক নারী দিবসে রাজপথে মমতা

Date:

Share post:

একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের (Assembly Election) দামামা বেজে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই নারীশক্তিকে প্রাধান্য দিয়ে এসেছেন। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পার্থক্য রয়েছে। কারণ, তিনি দেশের একমাত্র মুখ্যমন্ত্রী। এবার নির্বাচনেও মহিলা ভোটব্যাঙ্ক মাথায় রেখেই ভোটের প্রস্তুতিতে কোমর বাঁধছে তৃণমূল (Trinamool)। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক মহিলা দিবসে (International Women’s Day) রাজপথে নামছেন মমতা। ওইদিন ভবানীপুর থেকে যাদবপুর (Jadavpur) পর্যন্ত হবে পদযাত্রা। নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী (Cm Mamata) স্বয়ং। খুব তাৎপর্যপূর্ণ বিষয়, ঠিক তার আগেরদিন বিজেপির ব্রিগেড সমাবেশে নির্বাচনী বক্তব্য রাখতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলা নিজের মেয়েকেই চায়। একুশের ভোটের আগে নয়া স্লোগানে ভোট ময়দানে আগেই নেমেছে তৃণমূল। একুশের ভোটের আগে মহিলা ভোটকেই পাখির চোখ করছে ঘাসফুল শিবির। হিসেব বলছে, বাংলায় ভোটারের অনুপাত ১০০০ জন পুরুষ প্রতি ৯৬১ জন মহিলা। দেশে মহিলা ভোটারের (Female Voter) অনুপাত বেড়েছেও। তামিলনাড়ু (Tamilnadu), কেরল (Kerala), অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh) মহিলা ভোটার পঞ্চাশ শতাংশের বেশি।

আরও পড়ুন-নাড্ডার সভায় বিশিষ্টজনের অভাব, কর্মী দিয়ে ভরল ‘ইন্টেলেকচুয়ালস মিটিং’

নির্বাচন কমিশন বলছে, পশ্চিমবঙ্গে (West Bengal) পুরুষ ভোটার ৩.৭৩ কোটি, মহিলা ভোটার ৩.৫৯ কোটি। ভোট দেন রাজ্যের ৮১% মহিলা। ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূলই একমাত্র দল যেখানে ৪২ প্রার্থীর ১৭জন ছিলেন মহিলা, অন্যদিকে বিজেপির (BJP) ৫ জন মহিলা প্রার্থী ছিলেন।

Advt

কন্যাশ্রীর হাত ধরে রাষ্ট্রসঙ্ঘের সম্মান পেয়েছে রাজ্য।রূপশ্রীর প্রকল্পের মতো একের পর প্রকল্পে নারী ক্ষমতায়নের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রয়েছে স্বাস্থ্যসাথীর মাস্টারস্ট্রোকও। যেখানে বাড়ির সিনিয়র গৃহকর্ত্রীর নামে কার্ড হয়েছে। এ ছাড়াও ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি অংশ নিয়েছে এ রাজ্যের মেয়েরা। সবমিলিয়ে মহিলাদের গুরুত্ব অনেকখানি বেড়েছে। যা নির্বাচনেও বড় ফ্যাক্টর হতে চলেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...