দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের পুরী শাখায় ফের চালু হল ট্রেন পরিষেবা

করোনার জেরে প্রায় এক বছর বন্ধ থাকার পর অবশেষে দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের পুরী শাখায় ফের চালু হল লোকাল ট্রেন। শুক্রবার জলেশ্বর থেকে প্রথম জলেশ্বর-হাওড়া মেমু লোকাল চালু করা হয়। রেল দফতর পুরনো সময় অনুযায়ীই ট্রেন চলবে বলে জানা গেছে। এদিন বেলদা স্টেশনে ট্রেনটিকে স্বাগত জানানো হয়। রেল চালককে অভিনন্দন জানান বেলদার মানুষ। দ্রুত ট্রেন চালু করার দাবিতে বেলদার মানুষ বহুদিন ধরেই রেল কর্তৃপক্ষকে জানায়। শুক্রবার সেই দাবি মেনে রেল ট্রেন চালু করায় রেল দফতরকে ধন্যবাদ জানিয়েছেন বেলদার মানুষ।

 

In

এদিন রেল কর্তৃপক্ষকে স্বাগত জানাতে বেলদা স্টেশনে উপস্থিত ছিলেন একাধিক সংগঠন। চালকের হাতে ফুলের স্তবক দিয়ে অভিনন্দন জানানো হয়। প্রসঙ্গত বেলদা রেল স্টেশন থেকে যাত্রা করেন পূর্ব মেদিনীপুরের এগরা, কেশিয়াড়ি, নয়াগ্রাম সহ বেশ কয়েকটি এলাকার মানুষের। দীর্ঘদিন রেল পরিষেবা বন্ধ থাকার জেরে কলকাতা ও হাওড়ার সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যাতায়াতের ক্ষেত্রে অসুবিধায় পড়েছিলেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। এদিন নতুন করে পরিষেবা শুরু হওয়ায় স্বভাবতই খুশি তাঁরা। রেলকর্তৃপক্ষকে অভিনন্দন জানানোর পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে আবেদন করা হয়েছে জলেশ্বর-হাওড়া লোকাল যাতে অবিলম্বে চালানো হয়।

Advt

Previous articleবাংলা নিজের মেয়েকেই চায়, স্পষ্ট কথা কুণালের
Next article‘কার সুবিধার জন্য বাংলায় ৮ দফা ভোট?’ প্রশ্ন তুললেন মমতা